Ajker Patrika

কুলাউড়ায় টিকা পেয়েছেন ৭৭ শতাংশ মানুষ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২২, ০৯: ৫৮
কুলাউড়ায় টিকা পেয়েছেন ৭৭ শতাংশ মানুষ

মৌলভীবাজারের কুলাউড়ায় এ পর্যন্ত করোনাভাইরাসের টিকা নিয়েছেন ৩ লাখ ২৮ হাজার ৭০৯ জন। উপজেলায় টিকাদানের লক্ষ্যমাত্রা ৪ লাখ ২৫ হাজার। মোট টিকা গ্রহণের হার ৭৭ দশমিক ৩৪ শতাংশ।

২০ মার্চ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাপ্ত তথ্য মতে, প্রথম ডোজ নিয়েছেন ৩ লাখ ২৮ হাজার ৭০৯ ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ২১ হাজার ২৬২ জন।

এর মধ্যে ১২ থেকে ১৮ বছরের শিক্ষার্থী ৪৩ হাজার ৫৮১ জন। উপজেলায় অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ফাইজার, সিনোফার্ম ও সিনোভ্যাক করোনার টিকা দেওয়া হয়। সবচেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে সিনোফার্মের। এ ছাড়া শিক্ষার্থী ও বিদেশ যাত্রীদের ফাইজার টিকা দেওয়া হয়েছে। তৃতীয় ডোজ হিসেবে বুস্টার ডোজ নিয়েছেন ১৪ হাজার ৫৬২ জন।

গতকাল রোববার পর্যন্ত সুরক্ষা অ্যাপে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও ২ লাখ তিন হাজার ৯৯৪ জন, বাকিরা শিক্ষার্থী ও গণটিকার আওতায় টিকা গ্রহণ করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলায় গত পাঁচ মাসে প্রতিদিন এক হাজারের ওপরে মানুষ টিকা গ্রহণ করছেন। টিকা নিতে আগ্রহ বাড়ায় প্রতিদিন হাসপাতালের টিকাকেন্দ্রে উপচে পড়া ভিড় ছিল গ্রহীতাদের। প্রতিদিন সুরক্ষা অ্যাপে ৫০০ থেকে ৭০০ মানুষ টিকার জন্য নিবন্ধন করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফেরদৌস আক্তার জানান, প্রথম ডোজের পাশাপাশি দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ গ্রহণকারী ও শিক্ষার্থীদের হাসপাতালে তিনটি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে।

ফেরদৌস আক্তার বলেন, ‘প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে কেন্দ্র স্থাপন করে টিকা কার্যক্রম চালানো হচ্ছে। আশা করছি আগামী তিন মাসের মধ্যে উপজেলার শতভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে আসব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত