Ajker Patrika

মুজিব উদ্যানে সমাহিত জয়নাল হাজারী

ফেনী প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৭
মুজিব উদ্যানে সমাহিত  জয়নাল হাজারী

আওয়ামী লীগ ও ফেনী-২ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী (৭৬) চিরনিদ্রায় শায়িত হয়েছেন।

গতকাল মঙ্গলবার বিকেলে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে শহরের মাস্টারপাড়ায় নন্দকানন মুজিব উদ্যানে তাঁকে সমাহিত করা হয়।

ফেনীর জেলা প্রশাসক (ডিসি) আবু সেলিম মাহমুদ-উল হাসান জানান, জানাজার আগে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়।

মৃত্যুর আগে জয়নাল হাজারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে বলেছিলেন, মৃত্যুর পর তাঁর জানাজা যেন ফেনী সরকারি পাইলট হাইস্কুল মাঠে হয়।

ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী জানান, প্রয়াত নেতার আশা পূরণ করা হয়েছে। তাঁর ইচ্ছা অনুযায়ী, ফেনী পাইলট হাইস্কুল মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে ফেনী পাইলট হাইস্কুল মাঠে জানাজা শেষে শহরের মাস্টার পাড়ায় মরহুমের বাড়ি আঙিনায় মুজিব উদ্যানে তাঁকে সমাহিত করা হয়।

নিজাম উদ্দিন হাজারী বলেন, দলের এই প্রবীণ নেতা মারা যাওয়ায় তিনি এবং দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদসহ সবাই শোকাহত। দলীয় নেতৃবৃন্দ তাঁর আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এর আগে গত সোমবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল হাজারী মারা যান। তিনি দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। টানা ১২ দিন ধরে হৃদ্‌রোগ, কিডনি ও ফুসফুসে সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ফেনী-২ আসন থেকে তিনবারের নির্বাচিত সাংসদ। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। জয়নাল হাজারীর বয়স হয়েছিল ৭৬ বছর। ব্যক্তিজীবনে জয়নাল হাজারী চিরকুমার ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত