Ajker Patrika

খাগড়াছড়িতে চুক্তির ২ যুগপূর্তি উদ্‌যাপিত

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৩: ১৯
খাগড়াছড়িতে চুক্তির ২ যুগপূর্তি উদ্‌যাপিত

পার্বত্য চট্টগ্রাম চুক্তির দুই যুগপূর্তি নানা আয়োজনে উদ্‌যাপন করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন ও জেলা পরিষদ। গতকাল বৃহস্পতিবার এর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।

দিনের শুরুতে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একটা শোভাযাত্রা জেলা পরিষদ প্রাঙ্গণে শেষ হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিরা। এ ছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর ইনস্টিটিউট প্রাঙ্গণে মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করে শিল্পীরা।

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র ত্রিপুরা বলেন, ‘শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়ের সংঘাতময় পরিস্থিতির নিরসন হয়েছে। পাহাড়ে যে এখন উন্নয়ন হচ্ছে তা চুক্তিই ফসল। চুক্তির স্বাক্ষরের সময় একটি পক্ষ এর বিরোধিতা করছিল, কিন্তু তারা সফল হয়নি। আওয়ামী লীগ সরকারে ১৯৯৭ সালে চুক্তি সাক্ষর করেছে এবং তা ধীরে ধীরে বাস্তবায়নও করছে।’

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আলী রেজা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ, খাগড়াছড়ির সিভিল সার্জন নুপুর কান্তি দাশসহ জেলা পরিষদের সদস্যরা। এদিন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত