Ajker Patrika

সান্তাহারে ৬ জনের জেল জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৫: ০৯
সান্তাহারে ৬ জনের জেল জরিমানা

বগুড়ার আদমদীঘির সান্তাহারে মাদকবিরোধী অভিযানে ছয়জন চোলাই মদ বিক্রেতা ও সেবনকারীকে আটক করা হয়। সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গতকাল সোমবার সকালে উপজেলার ছাতিয়ানগ্রাম ও ইউসুফপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায়। এ সময় ওই ছয়জনকে মাদকবিক্রেতা ও সেবীকে দুই দিনের করে বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা করে জরিমানা আদায় করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আদমদীঘি উপজেলার ইউসুফপুর গ্রামের উজ্জ্বল পাহান, সুজন পাহান, বিচিত্রা পাহান, সৌখিন পাহান, সমরা পাহান ও বিশ্বানাথ পাহান।

সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজিম উদ্দিন জানান, দণ্ডপ্রাপ্তদের গতকাল দুপুরে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত