Ajker Patrika

নির্বাচনে কারচুপির কোনো সুযোগ নেই

নকলা (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৮: ০১
নির্বাচনে কারচুপির কোনো সুযোগ নেই

শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ বলেছেন, ইউপি নির্বাচনে পেশিশক্তি, ব্যালটবাক্স ছিনতাই ও কারচুপির কোনো সুযোগ নেই। জনগণ যাকে ভোট দেবেন তিনিই নির্বাচিত হবেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নকলা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত ইউপি নির্বাচনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোমিনুর রশীদ বলেন, নকলায় ৯টি ইউনিয়নে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সবকিছুই করছি। নির্বাচনের দিন আপনারা এর প্রতিফলন দেখতে পাবেন। সরকারের পক্ষ থেকে আমাদেরকে সেরকম নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, শেরপুর সদরের নির্বাচন থেকে আমাদের কিছু অর্জন হয়েছে এবং আমরা সেগুলো নকলায় কাজে লাগাতে চাই।

প্রার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা নিজে ও কর্মী সমর্থকেরা মিলে নির্বাচন আচরণবিধি মানুন এবং নির্বাচনী কাজে সংশ্লিষ্টদের সহযোগিতা করুন। জেলা প্রশাসক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্বাচনের পরিবেশ ঘোলাটে করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হান্নান, জেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদার, উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তারেক আজিজ, চেয়ারম্যান প্রার্থী মাজহারুল আনোয়ার মহব্বত, সংরক্ষিত পদপ্রার্থী মাহমুদা বেগম, সাধারণ সদস্য পদপ্রার্থী রফিজ মিয়া প্রমুখ।

সভায় প্রশাসনের কর্মকর্তা,৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৫, সংরক্ষিত পদে ৮৯ ও সাধারণ সদস্য পদে ২৮৬ জন প্রার্থী ও তাদের কর্মী সমর্থক এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর নকলায় ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত