Ajker Patrika

দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষে আহত ২০

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৫: ৫৬
দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষে আহত ২০

ঢাকার ধামরাইয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেনসহ দুই পক্ষের অন্তত ২০ জন সমর্থক আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ধামরাইয়ের সূয়াপুর ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন-সূয়াপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান সোহরাব (৪৫), তাঁর সমর্থক সাগর (২৮), পলাশ (৩৫), সাকিম উদ্দিন (৫৫)। তাঁরা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এ ছাড়া নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থক আব্দুল হালিম (৪২), দেলোয়ারসহ (২৭) ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।

ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, ‘ধামরাইয়ে আওয়ামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ১০ থেকে ১২ জন কর্মী আহত হয়েছেন বলে জানতে পেরেছি। তারা অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। কিন্তু এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত