Ajker Patrika

নৌকা প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, বিদ্রোহীর জয়

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৪: ৪১
নৌকা প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, বিদ্রোহীর জয়

পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-ইমরান স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। একই ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম নৌকা প্রতীকে জামানত হারালেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৮ নভেম্বরের অনুষ্ঠিতব্য নির্বাচনের ফলাফলে আল ইমরান পেয়েছেন ৬ হাজার ২৭৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল হক প্রধান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৮৭১ ভোট। এ ছাড়াও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম পেয়েছেন ৯৪৩ ভোট।

পঞ্চগড় সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, ‘সদর ইউপিতে নৌকার প্রার্থী সিলেকশন ভুল ছিল। কারণ গত কয়েক বছর থেকে সাধারণ সম্পাদক আল ইমরান এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রধান চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি নিতে ছিলেন। এ কারণে তাঁরা ভালো ভোট পেয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত