Ajker Patrika

‘পাহাড়ে আর রক্তের হোলি খেলা চাই না’

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৬: ৫১
‘পাহাড়ে আর রক্তের হোলি খেলা চাই না’

ইউপিডিএফের (গণতান্ত্রিক) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর চাকমা বলেছেন, ‘পার্বত্য শান্তিচুক্তি হয়েছে প্রায় ২৪ বছর; এখনো পাহাড়ে অপশক্তি, বিভেদপন্থীরা নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। চাঁদাবাজি, সন্ত্রাসী, হানাহানি, গুম, অপহরণ, খুনের মতো ঘটনায় পাহাড়ি-বাঙালি সবাই আতঙ্কিত। এসব বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র ও বিশৃঙ্খলার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পাহাড়ে আর রক্তের হোলি খেলা দেখতে চাই না। পাহাড়ি-বাঙালি মিলেমিশে থেকে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন করতে চাই।’

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের (গণতান্ত্রিক) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার সকালে বান্দরবান সদরের একটি কনভেনশন সেন্টারে আলোচনা সভায় এসব কথা বলেন অমর চাকমা। ইউপিডিএফ (গণতান্ত্রিক) বান্দরবান জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মংপু হেডম্যান।

সংগঠনের সমন্বয়ক সুলেন চাকমার সঞ্চালনায় আরও বক্তব্য দেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটির সদস্য আপ্রু মং মারমা, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রয়েল চাকমা, পিসিপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক সুবীর চাকমা, জেলা সভাপতি উচিং মারমা, উবামং মারমা ও সারসিম বম।

অন্য বক্তারা বলেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য চুক্তি করা হয়। যা ‘শান্তিচুক্তি’ নামে পরিচিত। তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য জনসংহতি সমিতির সঙ্গে চুক্তি করেন।

সরকার চুক্তি ধাপে ধাপে বাস্তবায়ন করছে। কিন্তু পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিভেদপন্থীরা নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এতে পাহাড়ে সম্প্রীতির বসবাস বিনষ্ট হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত