Ajker Patrika

শোকজের জবাবে ভুল স্বীকার আ.লীগ প্রার্থীর

চান্দিনা প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৩: ১১
শোকজের জবাবে ভুল স্বীকার আ.লীগ প্রার্থীর

চান্দিনার জোয়াগ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আবদুল আউয়াল খান রিটার্নিং কর্মকর্তার দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন। তাতে বিষয়টি দুঃখজনক উল্লেখ করে ভবিষ্যতে এমনটি আর ঘটবে না বলে উল্লেখ করেছেন প্রার্থী।

গত শনিবার কারণ দর্শানোর নোটিশের জবাব দেন চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল আউয়াল খান। এর আগে ‘১০টা মার্ডারের’ হুমকির ভিডিও ফেসবুকে ভাইরালের পর দিন হুমকিদাতা মিজানুর রহমানের বাবা নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল আউয়াল খানকে কারণ দর্শানোর নোটিশ দেন রিটার্নিং কর্মকর্তা মাসুদ আলম সিকদার। গত বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয় ভিডিওটি। পর দিন শুক্রবার বিকেলে ওই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশসহ প্রার্থীর ছেলে মিজানুর রহমানকে ডেকে এনে মুচলেকা নেন রিটার্নিং কর্মকর্তা।

এদিকে গত শুক্রবার সন্ধ্যার পর প্রার্থীর ছেলে হুমকিদাতা মিজানুর রহমান ওই ভিডিও ক্লিপটির বিরুদ্ধে উল্টো থানায় সাধারণ ডায়েরি করেন। তাতে তিনি উল্লেখ করেন, ‘আমার বক্তব্য এডিটিং করে সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করে ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করা হয়েছে এবং ভবিষ্যত নিরাপত্তার জন্য সাধারণ ডায়েরি করা প্রয়োজন।’

রিটার্নিং কর্মকর্তা মাসুদ আলম সিকদার বলেন, ‘নির্বাচনী আইন অনুযায়ী আমরা প্রার্থীকে ডেকে শোকজ করেছি। গত শনিবার তিনি শোকজের লিখিত জবাব দিয়েছেন। তাতে তিনি উল্লেখ করেছেন, ‘‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে এমনটি আর ঘটবে না’’ মর্মে নিশ্চয়তা প্রদান করেছেন। এ ছাড়া প্রার্থীর ছেলে হুমকি দাতাও মুচলেকায় উল্লেখ করেছেন, ‘‘তিনি ভুল করেছেন। আর কখনো এমন বক্তব্য দেবেন না এবং ভবিষ্যতে তাঁর দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবেন না’’।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুন নাহার বলেন, ‘আমরা তাঁকে (মিজান) ডেকেছি। সে বলছে বক্তব্যটি তাঁর না। তারপরও আমরা ওই নির্বাচনী এলাকায় যাব, যদি সাক্ষী প্রমাণ পাই ভ্রাম্যমাণ আদালতে ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত