Ajker Patrika

বছর না যেতেই সড়কে ধস

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৬: ২৪
বছর না যেতেই সড়কে ধস

রাজবাড়ীর পাংশায় সংস্কারের বছর না ঘুরতেই একটি সড়কের একাংশ ধসে পড়েছে। উপজেলার পৌর শহরের পান্নানপুর তিন রাস্তার মোড় থেকে মৌকুরী মোল্লাপাড়া বাজার সড়কে এ ধস নামে।

সড়কটির পাশ দিয়ে বয়ে গেছে চন্দনা নদী। সড়কটির মোল্লাপাড়া এলাকায় ধসে পড়েছে। এই সড়ক দিয়ে উপজেলার হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নে যাতায়াত করা যায়। এ ছাড়াও হাবাসপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষ নিত্যপ্রয়োজনে এই সড়ক ব্যবহার করে। এটি দিয়ে প্রতিদিন শত শত যান চলাচল করে।

সরেজমিনে দেখা যায়, মোল্লাপাড়া বাজার সংলগ্নে সড়কটির প্রায় ৮০ মিটার ধসে গেছে চন্দনা নদীতে।

স্থানীয় মো. লোকমান নামে এক ব্যক্তি বলেন, ‘ছয় থেকে সাত মাস আগে সড়কটি সংস্কার করা হয়েছে। সড়ক সংস্কারের সময় নদীর পাশ দিয়ে পিলার গেড়ে উঁচু করে বাঁধ দিয়ে করার কথা ছিল। কিন্তু বাঁধ অনেক নিচু করে দেওয়ার কারণে বেশি দিন টিকেনি। অল্প কিছু দিনের মধ্যে নদীতে ধসে গেছে। আমরা বারবার বলার পর বিষয়টি আমলে নিইনি ঠিকাদার প্রতিষ্ঠান।’

ভ্যান চালক রফিক মোল্লা বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করি। সড়কটি বিপজ্জনক হয়ে পড়েছে। ধসে পড়ার পর আবার নতুন করে অর্ধেকের বেশি জায়গাজুড়ে ফাটল ধরেছে। সেটুকু ধসে গেলে এই সড়ক দিয়ে আর চলাচল করা সম্ভব হবে না।

এলজিআরডি উপজেলা প্রকৌশলী মো. জাকির হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, কাজটি উপজেলা পরিষদের চেয়ারম্যান করেছেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ বলেন, সড়কটি সংস্কার করা হয়েছিল। আমার বেশ কিছু বিলও আটকে রয়েছে। তবে সড়কটির যে জায়গাটুকু ধসে গেছে তা পুনরায় ঠিক করে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত