Ajker Patrika

কেরানির স্ত্রীকে সাত বছরের কারাদণ্ড

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৪: ৪০
কেরানির স্ত্রীকে সাত বছরের কারাদণ্ড

দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের এক কেরানির স্ত্রীকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসি আবদুল মজিদ এ রায় দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলাটি করে।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামি খুরশীদ জাহান চট্টগ্রাম সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অবসরপ্রাপ্ত কেরানি নুরুল আলমের স্ত্রী। আসামির উপস্থিতিতে রায় ঘোষণার পর আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন। মৃত্যুবরণ করায় নুরুল আলমকে আগেই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনি হাটহাজারী উপজেলার পশ্চিম দলইয়ের বাসিন্দা ছিলেন।

দুদকের আইনজীবী মাহমুদুল হক মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, অবৈধ সম্পদ অর্জনের মামলার রায়ে আদালত আসামির এ সাজা দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুদক আসামির স্বামী নুরুল আলম ও তাঁর স্ত্রী খুরশীদ জাহানকে নোটিশ দেয়। এ দম্পতি সম্পত্তির আয়ের উৎস দেখাতে না পারায় ২০০৯ সালের ১০ মে দুদক তাঁদের বিরুদ্ধে মামলা করে। পরে তদন্তে ৬৬ লাখ ৮৬ হাজার ২২৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের হদিস পায় দুদক। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে ২০১০ সালে দুদক অভিযোগপত্র দেয়। ২০১১ সালের ২৩ অক্টোবর অভিযোগ গঠনের পর আদালত ১৮ জনের সাক্ষ্য নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত