Ajker Patrika

দুই কূল হারালেন মদনের তোফায়েল

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১২: ২৯
দুই কূল হারালেন মদনের তোফায়েল

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হতে উপজেলা ভাইস চেয়ারম্যানের পদ ছেড়ে দেন তোফায়েল আহমেদ। পরে দলীয় মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে নির্বাচনে অংশ নেন এবং পরাজিত হন। গত ৫ জানুয়ারির নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত হয়ে দুই কূলই হারান তোফায়েল।

উপজেলার তিয়শ্রী ইউপিতে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মজিবুর রহমান ৩ হাজার ৮২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী তোফায়েল আহমেদ পেয়েছেন ২ হাজার ৯৫৫ ভোট।

মদন উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১০ মার্চ মদন উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন জেলা কৃষক লীগের সদস্য তোফায়েল আহমেদ। পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে ৬ নম্বর তিয়শ্রী ইউপিতে চেয়ারম্যান পদে অংশ নিতে উপজেলা ভাইস চেয়ারম্যান থেকে পদত্যাগ করেন তিনি। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হন। আওয়ামী লীগের বিদ্রোহী হওয়ায় দলীয় পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে মদন উপজেলার তিয়শ্রী ইউপিতে চেয়ারম্যান পদে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন তোফায়ের আহমেদ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল জানান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদ ত্যাগ করে ইউপি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হয়েছেন তোফায়েল আহমেদ। ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে তিনি চাইলে অংশ নিতে পারেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ বলেন, পদত্যাগ করায় ভাইস চেয়ারম্যান পদটি বর্তমানে শূন্য রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত