Ajker Patrika

বাসাইলে বীজ ও সার পেলেন ৩৭৪০ কৃষক

বাসাইল প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৮: ১৭
বাসাইলে বীজ ও সার পেলেন ৩৭৪০ কৃষক

বাসাইলে কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল সোমবার এসব ৩ হাজার ৭৪০ জন কৃষকের হাতে তুলে দেওয়া হয়। গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, মসূরী ও খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই উদ্যোগ নেয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সাংসদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামছুল আলম, সহসভাপতি একে আজাদ খানশুর, উপজেলা আওয়ামী লীগের একাংশের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন খান নবু, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন খানশুর, কাশিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মির্জা রাজিক, কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান মামুন অর রশিদ, হাবলা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, সোহানুর রহমান সোহেল, রফিকুল ইসলাম সংগ্রাম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা নাজনীন আক্তার বলেন, কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ৩ হাজার ৭৪০ জন প্রান্তিক কৃষককে বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত