Ajker Patrika

কর্মী-সমর্থকদের সংঘর্ষে আহত ১২, গ্রেপ্তার ১

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ২১: ৪৬
কর্মী-সমর্থকদের সংঘর্ষে আহত ১২, গ্রেপ্তার ১

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে পরাজিত ও বিজয়ী সদস্যের কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে।

গত শনিবার সন্ধ্যায় এ সংঘর্ষ বাধে। বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

সংঘর্ষের ঘটনায় গতকাল রোববার থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর বাবু ফকির নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করে।

এলাকাবাসী ও ক্ষেতলাল থানা সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে সদস্য পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ইদ্রিস আলী মোরগ প্রতীক নিয়ে নির্বাচিত হন। নির্বাচনের দুই দিন পর গত শনিবার সন্ধ্যায় আলমপুর গ্রামে বিজয়ী ইউপি সদস্য ইদ্রিস আলীর সমর্থক ও পরাজিত প্রার্থী রিপনসহ পাঁচ প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ বাঁধে।

এতে ১২ জন আহত হন। সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় একজনকে পাঠানো হয় বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে।

এদিকে, শনিবার রাতে রিপনের সমর্থক তাইফুল ইসলামের বাড়ি ভাঙচুর এবং মোটরসাইকেল ও পাওয়ার টিলারে আগুন জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। অভিযোগ ওঠে ইদ্রিস আলীর সমর্থক আজিজুল ইসলাম ও সাজুর কাটা ধানে আগুন জ্বালিয়ে দেওয়ারও। খবর পেয়ে ক্ষেতলাল ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্র নাথ মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, পুলিশ খবর পেয়ে আলমপুর গ্রামে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে রিমা বেগম বাদী হয়ে একটি মামলা করেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত