Ajker Patrika

মৌলভীবাজারে পরোয়ানাভুক্ত ৮ আসামি গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১২: ৩৮
মৌলভীবাজারে পরোয়ানাভুক্ত ৮ আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারে বিশেষ অভিযানে চুরির অভিযোগে ৫ ও পরোয়ানাভুক্ত ৮ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসন্ন মৌলভীবাজার সদর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে সদর মডেল থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও চুরি-ডাকাতি রোধে পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে গ্রেপ্তারকৃত চোরচক্রের পাঁচ সদস্য হলেন রাজনগর উপজেলার ছয়ফুল মিয়া (২৭), সদর উপজেলার রমজান আলী ওরফে রুবেল মিয়া (২৫), রাজনগরে সোহেল মিয়া (২৫), ফেঞ্চুগঞ্জে সাবলু মিয়া (২৭), জকিগঞ্জ উপজেলার শাহিন আহমেদ শেবুল (৫৪)। এ সময় তাঁদের কাছ থেকে ১ লাখ টাকাসহ চুরির মালামাল উদ্ধার করা হয়।

এ ছাড়া পরোয়ানাভুক্ত ৮ আসামি হলেন—আব্দুল মতিন (৪৬), সুলতান আহমেদ (২৪), ফয়েজ মিয়া (৩৪), মো. শহিদ মিয়া (২৯), মো. রাজা মিয়া (২২), মো. এমারুল মিয়া (৩৫), শামীম হোসেন (৪২), জাহানারা বেগম (৩৭)।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান বলেন, বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩ আসামিকে আদালতে পাঠানো হয়েছে। চুরি, ডাকাতি রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত