Ajker Patrika

বাংলাদেশের প্রবল উপস্থিতি বিশ্বকাপে

সিফাত খান, দোহা
আপডেট : ২১ নভেম্বর ২০২২, ০৯: ৩৭
বাংলাদেশের প্রবল উপস্থিতি বিশ্বকাপে

কাতার বিশ্বকাপে এমন অনেক কিছু ঘটছে, যেটা নানা হিসাব ও পরিসংখ্যানে এবারই প্রথম। সেসব তথ্য পাঠকেরা জানেন বেশ আগে থেকে এবং ভালোভাবেই। তবে এর বাইরেও কিছু বিষয় এমন রয়ে গেছে, যেটা এ বিশ্বকাপের দেশে বাস না করলে হয়তো অনুভব করা কঠিন।

ইতিহাসে আর কোনো ফুটবল বিশ্বকাপ কি এমন অতীতে হয়েছে যেখানে এত বেশিসংখ্যক বাংলাদেশি শ্রমিকের অবদান মিশে আছে? এ কাতার বিশ্বকাপের প্রতিটি পর্বের অজস্র স্মৃতি এখন কাতারপ্রবাসী বাংলাদেশিদের মনে শিহরণ জাগাচ্ছে।

সংক্ষেপে বলা চলে, এ বিশ্বকাপই কাতারে বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার ব্যাপকভাবে খুলে দেওয়ার একমাত্র উপলক্ষ হয়ে ছিল গত এক যুগ ধরে। ঠিক এ মুহূর্তে কাতারে প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশির যে সমৃদ্ধ বসবাস, এর দুই-তৃতীয়াংশের আগমন ঘটেছে কাতার বিশ্বকাপকেন্দ্রিক শ্রমবাজারে।

নয়তো ২০১০ সালের আগে এ কাতারে বাংলাদেশি কর্মীর বসবাস ছিল অন্য দেশের অভিবাসীর মতোই। বিশ্বকাপের আয়োজক হওয়ার গৌরব লাভের পর কাতারে যে বিপুল কর্মযজ্ঞ শুরু হয়, তাতে হাতেগোনা যে দু-একটি দেশের লাখো শ্রমিক কাতারে আসেন, এর মধ্যে বাংলাদেশ শীর্ষে।

শুধু কি কাতারে বিশ্বকাপের আটটি স্টেডিয়ামের নির্মাণকাজে বাংলাদেশিদের অবদান? মোটেও তা নয়। বরং বাংলাদেশের মেধা ও শ্রম মিশে আছে এ দেশের আরও অনেক অবকাঠামোগত নির্মাণকাজে।

কাতারে এ সময়ে সবচেয়ে সহজ, জনপ্রিয় ও পর্যটকবান্ধব পরিবহন দোহা মেট্রোরেল থেকে শুরু করে নতুন বিমানবন্দর নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্প এবং শতাধিক হোটেল ও পর্যটনকেন্দ্র এবং সাগরসৈকত তৈরি ও শোভাবর্ধনে দিনরাত নিরলসভাবে কাজ করেছেন লাখো বাংলাদেশি শ্রমিক।

এই অবদানের কথা বলতে গেলে সংক্ষিপ্ত পরিসারে তা শুধু তালিকা দিয়েও বোঝানো সম্ভব নয়। আজকের দোহাসহ পুরো কাতারে দৃশ্যমান ঝকঝকে সুপ্রশস্ত সুবিশাল মহাসড়ক থেকে শুরু করে উড়াল সেতু, টানেল এবং সবচেয়ে আধুনিক ও পরিবেশবান্ধব শহর লুসাইল সিটি নির্মাণে বাংলাদেশিদের অবদান মোটেও তুচ্ছ করে দেখার মতো নয়।

কাতারি কর্তৃপক্ষের বিভিন্ন কর্তাব্যক্তিরা তাই নানা সময়ে নিজেদের তরফেই স্বীকার করেছেন এই অবদানের কথা। বলেছেন, কাতারের এ উন্নয়নযাত্রায় বাংলাদেশি শ্রমিকদের অবদান অবিস্মরণীয়।

আজ কাতার বিশ্বকাপ শুরুর এই আনন্দঘন সময়ে কাতারপ্রবাসী অনেক তরুণ নিজেদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করছেন বিভিন্ন স্টেডিয়াম নির্মাণে তাদের দিনগুলোর স্মৃতিছবি। বেশ গৌরবের সঙ্গে তাঁরা বলছেন, এ বিশ্বকাপের সঙ্গে জড়িয়ে আছে আমার কত প্রহর।

এমনই একজন ঢাকার সূত্রাপুরের তরুণ কাতারপ্রবাসী আবদুল রহিম বাদশা (২৭)। আজকের পত্রিকাকে নিজের অনুভূতি জানিয়ে বললেন, ‘এডুকেশন সিটি স্টেডিয়ামে কাজ করেছিলাম। আজ সেই স্টেডিয়ামসহ কাতারের সব স্টেডিয়াম বিশ্বকাপের জন্য প্রস্তুত। ভাবতেই ভালো লাগছে।’

শুধু বিশ্বকাপকেন্দ্রিক প্রস্তুতি পর্ব নয়, বরং এখন এ বিশ্বকাপ সফল করে তোলার প্রতিটি ধাপেও আছে বাংলাদেশি তরুণ স্বেচ্ছাসেবকদের অবদান। শত শত কাতারপ্রবাসী তরুণ এখন ফিফার নিবন্ধিত স্বেচ্ছাসেবক হিসেবে আট স্টেডিয়ামসহ বিমানবন্দর এবং অন্যান্য স্থাপনায় স্বেচ্ছাশ্রম দিচ্ছেন বিরামহীন।

কাতারের বাংলাদেশ দূতাবাসের বর্তমান চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, ‘বিশ্বকাপের প্রস্তুতি পর্ব থেকে শুরু করে সফল করে তোলার প্রতিটি ধাপে বাংলাদেশিদের অবদান আমি মনে করি সর্বোচ্চ। এখন কাতারে বাংলাদেশি তরুণদের স্বেচ্ছাসেবক হিসেবে ভূমিকা পালনের পাশাপাশি বিদেশি দর্শকদের জন্য যেসব ফ্যান জোন তৈরি করা হয়েছে, সেখানেও বাংলাদেশি প্রবাসীদের সাংস্কৃতিক পরিবেশনা থাকছে। এমন অনেক আয়োজনের মাধ্যমে কাতার বিশ্বকাপ বাংলাদেশি প্রবাসীদের স্মৃতিতে যুগ যুগ ধরে চিরস্মরণীয় হয়ে থাকবে।’

কাতারে বিশ্বকাপ দেখতে আসছেন যে লাখো দর্শক, তাঁরা বিমানবন্দরে নামার পর থেকে যেদিকেই তাকাবেন বাংলাদেশের প্রবল উপস্থিতি টের পাবেন। ট্যাক্সিচালক থেকে শুরু করে দোকানের কর্মী—কোথায় নেই বাংলাদেশি?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

আপিল বিভাগে ঝুলে আছে আবেদন, এখনো কনডেম সেলে অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত