Ajker Patrika

এক কমিটিতেই ২৮ বছর পার

দেলোয়ার হোসাইন আকাইদ, কুমিল্লা
Thumbnail image

কয়েক দফা পরিবর্তন করে অবশেষে ৮ ডিসেম্বর সম্মেলন হচ্ছে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের। ২৮ বছর আগে জেলায় একটি আহ্বায়ক কমিটি ও একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছিল।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের নিয়মিত সম্মেলন ও কমিটি না হওয়া এবং ঘুরেফিরে পুরোনোদেরই কমিটিতে আধিপত্য থাকায় ক্ষোভ রয়েছে অনেক প্রবীণ ও নবীন নেতাদের।

১৯৯৪ সালের ২২ নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। এতে প্রয়াত খোরশেদ আলমকে সভাপতি ও প্রয়াত অধ্যক্ষ আফজল খান অ্যাডভোকেটকে সাধারণ সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপিকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি হয়েছিল।

২০০৬ সালে মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে গঠন করা হয় আহ্বায়ক কমিটি। বর্তমান দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে (লোটাস কামাল) আহ্বায়ক ও বর্তমান সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব, প্রয়াত অধ্যক্ষ আফজল খান এবং শফিকুল ইসলাম শিকদারকে যুগ্ম-আহ্বায়ক করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।

পরে ২২ বছর পর ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সদর দক্ষিণ উপজেলার লালমাই সরকারি কলেজ মাঠে হয়। সেখানে আ হ ম মুস্তফা কামালকে সভাপতি ও মো. মুজিবুল হককে সাধারণ সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। একই বছরের ১ সেপ্টেম্বর ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এদিকে কুমিল্লা দক্ষিণ জেলা আ.লীগের মেয়াদোত্তীর্ণ কমিটির বর্ধিত সভা কয়েক দফা পিছিয়ে ৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়। এর আগে ২৬ নভেম্বর সম্মেলনের তারিখ ছিল।

একই দিনে কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় সম্মেলন থাকায় সংঘর্ষের আশঙ্কায় তারিখ পরিবর্তন করে ৬ ডিসেম্বর করা হয়। এদিকে বিএনপির বিভাগীয় সম্মেলন কুমিল্লা নগরীর টাউন হল মাঠে করা হয়েছে। আর জেলা আওয়ামী লীগের সম্মেলন কেন শহরের বাইরে হবে এ নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে আলোচনা ও সমালোচনা হতে থাকে। পরে স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন পিছিয়ে আগের জায়গায় রাখা হয়। বাগমারা উচ্চবিদ্যালয় মাঠে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয় ৮ ডিসেম্বর।

বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রুপম মজুমদার। তিনি জানান, এতে উদ্বোধক থাকবেন দলের সাধারণ সম্পাদক ওয়ায়দুল কাদের। প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু বলেন, ‘বর্তমান কমিটির শীর্ষ দায়িত্বপ্রাপ্তরা জেলা আওয়ামী লীগকে নিষ্ক্রিয় করে রেখেছেন। তাঁরা এলাকায় আসেন না। দলীয় কোনো কর্মকাণ্ডে তাঁদের তাদের দেখা যায় না। নেতা-কর্মীসহ সব পেশা ও শ্রেণির সমন্বয়ে একটি সুন্দর কমিটি গঠন করা হোক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত