Ajker Patrika

পুরি কিনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৮: ০১
পুরি কিনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু

মুন্সিগঞ্জের গজারিয়ায় দোকানে পুরি কিনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী। গত মঙ্গলবার দুপুরে ভবেরচরে এ ঘটনা ঘটে।

ওই শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে তিন ঘণ্টার ব্যবধানে আমির হোসেন (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইছ উদ্দিন। তিনি জানান, মঙ্গলবার বেলা ২টার দিকে ১০ বছরের মেয়েশিশুটি বাসা থেকে বের হয়ে পুরি-শিঙারার দোকানে যায়।

এ সময় অভিযুক্ত দোকানের মালিক আমির হোসেন তাকে ফুসলিয়ে দোকানের ভেতর নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ওই শিশু বাসায় গিয়ে মা-বাবাকে তৎক্ষণাৎ বিষয়টি জানায়। এরপর তার পরিবার প্রথমে ভবেরচরের মিয়াজী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে সে ওই হাসপাতালের ওয়ান স্টপ সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।

পরে ঘটনার দিন রাত ১২টার দিকে শিশুটির মা বাদী হয়ে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর মামলা হলে রাতেই অভিযুক্ত মো. আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত