Ajker Patrika

পুরি কিনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৮: ০১
পুরি কিনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু

মুন্সিগঞ্জের গজারিয়ায় দোকানে পুরি কিনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী। গত মঙ্গলবার দুপুরে ভবেরচরে এ ঘটনা ঘটে।

ওই শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে তিন ঘণ্টার ব্যবধানে আমির হোসেন (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইছ উদ্দিন। তিনি জানান, মঙ্গলবার বেলা ২টার দিকে ১০ বছরের মেয়েশিশুটি বাসা থেকে বের হয়ে পুরি-শিঙারার দোকানে যায়।

এ সময় অভিযুক্ত দোকানের মালিক আমির হোসেন তাকে ফুসলিয়ে দোকানের ভেতর নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ওই শিশু বাসায় গিয়ে মা-বাবাকে তৎক্ষণাৎ বিষয়টি জানায়। এরপর তার পরিবার প্রথমে ভবেরচরের মিয়াজী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে সে ওই হাসপাতালের ওয়ান স্টপ সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।

পরে ঘটনার দিন রাত ১২টার দিকে শিশুটির মা বাদী হয়ে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর মামলা হলে রাতেই অভিযুক্ত মো. আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত