চৌগাছা প্রতিনিধি
রমজান মাসজুড়ে ভর্তুকি দিয়ে অর্ধেক দামে নিম্ন ও মধ্যবিত্ত ৪৭২ পরিবারকে নিত্যপণ্য দিয়েছিল যশোরের আইডিয়া সমাজকল্যাণ সংস্থা। সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছিল ‘লস প্রজেক্ট’। স্লোগান ছিল ‘মানবকল্যাণে আমরা ঠকতে চাই’। এবার ঈদ উপলক্ষে আরও সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে সমাজকল্যাণ সংস্থাটি।
রমজানে অর্ধেক মূল্যে নিত্যপণ্য পাওয়া তালিকাভুক্ত এসব পরিবারের মাঝে গতকাল মঙ্গলবার ৩০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হয়। সঙ্গে স্বল্পমূল্যের পোলাও চাল, চিনিসহ উপহারসামগ্রীও দেওয়া হয়েছে।
যশোর শহরের খড়কি এলাকায় আইডিয়া সমাজকল্যাণ সংস্থা চত্বরে বসেছিল ব্যতিক্রমী এই ‘মধ্যবিত্তের ঈদবাজার’।
আয়োজকেরা জানান, মধ্যবিত্তের ঈদবাজারে দেশি গরুর মাংস ৩০০ টাকা কেজি, পোলাও চাল ৫০ টাকা কেজি ও চিনি ৫০ টাকা কেজি দরে দেওয়া হয়েছে। এ ছাড়া এর সঙ্গে সেমাই, মাংসের মসলা, বাদাম, কিশমিশ উপহার হিসেবে দেওয়া হয়েছে।
এর আগে লস প্রজেক্টের আওতায় পুরো রমজান মাসে ৪৭২টি পরিবারের কাছে লোকসানে পণ্য বিক্রি করা হয়। পরিবারপ্রতি ৫০ টাকা কেজি দরের চাল ২৫ টাকায় ৫ কেজি, ১৬৮ টাকা লিটারের সয়াবিন তেল ১২০ টাকায়, ১৫০ টাকার খেজুর ৮০ টাকায়, ৩৫০ টাকা দরের খেজুর ২০০ টাকায়, ৪০ টাকা দামের ২ কেজি আলু ২০ টাকায়, ৫০ টাকার চিড়া ৩৫ টাকায়, ৮০ টাকা কেজির ছোলা ৫০ টাকায়, ৮০ টাকা কেজি দরের চিনি ৫০ টাকায়, ৯০ টাকা কেজি দরের মসুর ডাল ৬০ টাকায় এবং ৩০ টাকা কেজি দরের পেঁয়াজ ১৫ টাকায় বিক্রি করা হয়। খেজুর দুই রকম হওয়ায় প্রতি প্যাকেজ ৫৫৫/৬৭৫ টাকায় বিক্রি করা হয়। বাজারমূল্যে এই প্যাকেজের দাম হয় ৯৪০/১১৪০ টাকা।
গোটা রমজান মাসে প্রতি পরিবার সপ্তাহে একবার করে চার সপ্তাহে মোট চারবার এই পণ্য ক্রয়ের সুযোগ পায় খড়কি এলাকার ৪৭২ মধ্য ও নিম্ন মধ্যবিত্ত পরিবার। সব মিলিয়ে আইডিয়া রমজান মাসে এই প্রজেক্টে তিন লক্ষাধিক টাকা ভর্তুকি দিয়ে লস প্রজেক্ট শেষ করে।
আইডিয়ার লস প্রজেক্টের সমন্বয়ক এবং সংস্থার সাবেক সভাপতি হারুণ অর রশিদ বলেন, ‘আইডিয়া সমাজকল্যাণ সংস্থা শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সমাজকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংস্থা। এ প্রজেক্টের আওতায় শিক্ষার্থীরা পবিত্র রমজান মাসজুড়ে লস করার উদ্দেশ্যেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দিয়েছে। সহজ কথায়, তারা বেশি দামে পণ্য কিনে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের মাঝে কম দামে বিক্রি করেছে।’
আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন বলেন, ‘পবিত্র রমজানে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির পাশে দাঁড়াতে আইডিয়া লস প্রজেক্ট শুরু করে। সমাজের উচ্চবিত্তরা সবকিছু কিনতে পারেন। নিম্নবিত্তের মানুষেরা সরকারি/বেসরকারি বিভিন্ন ত্রাণসুবিধার জন্য মানুষের কাছে হাত পাততে পারলেও চক্ষুলজ্জার খাতিরে মধ্যবিত্ত তাদের কান্না লুকিয়েই রাখে। আইডিয়া লস প্রজেক্ট পরোক্ষভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম সমাজের মধ্যবিত্ত শ্রেণির সহনশীলতার মধ্যে নিয়ে আসার একটি প্রকল্প।’
হামিদুল হক শাহীন বলেন, ‘এ লস প্রজেক্টের খবর গণমাধ্যমে দেশব্যাপী ছড়িয়ে পড়ায় অনেকেই সহযোগিতার হাত বাড়িয়েছেন। আইডিয়ার নিজস্ব তহবিল ও সহযোগিতা মিলিয়ে লস প্রজেক্টের পর এ মধ্যবিত্তের ঈদবাজার স্থাপন করা হয়েছে। যেখানে ওই পরিবারগুলো অর্ধেকের কম দামে গরুর মাংস, পোলাও চাল ও চিনি কিনতে পারছেন। আর ক্রেতাদের উপহার হিসেবে সেমাই, মসলা দেওয়া হচ্ছে।’
সহকারী অধ্যাপক হামিদুল হক আরও বলেন, ‘শিক্ষার্থীরা প্রজেক্টে লস করেছে সমাজের লাভের জন্য। সমাজটা আমাদের সবার। মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণি, যারা কারও কাছেই হাত পাততে পারেন না, আবার কারও অনুদানও নিতে লজ্জাবোধ করেন, তাঁদের সসম্মানে ক্রয়ক্ষমতা ফিরিয়ে দিয়ে শিক্ষার্থীরা তাঁদের লোকসানকে সাদকাহ হিসেবে বিবেচনা করেছে। লস প্রজেক্ট নিয়ে রমজানে পাশে থাকার পর ওই পরিবারগুলোকে ঈদের আনন্দ দিতে এই ঈদবাজার স্থাপন করা হয়।’
আইডিয়া থেকে ঈদবাজার করতে আসা খড়কি পীরবাড়ি এলাকার ইজিবাইকচালক জামাল উদ্দিন বলেন, ‘আমরা যারা খেটেখুটে বাজার করে খেতে চাই, তাদের বাজারে গিয়ে গরুর মাংস কেনার ক্ষমতা নেই। এখানে ৬৫০ টাকার গরুর গোশত ৩০০ টাকায়, ১২০ টাকার পোলাও চাল ৫০ টাকায় ও ৯০ টাকার চিনি ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। কম টাকায় আমরা আনন্দের সঙ্গে ঈদের দিন গরুর মাংস খেতে পারব।’
খড়কি দক্ষিণ পাড়া এলাকার ইলেকট্রিক মিস্ত্রি আব্দুল আলীম বললেন, ‘৩০০ টাকায় গরুর মাংস, ৫০ টাকায় পোলাও চাল, চিনির পাশাপাশি সেমাই মসলা উপহার হিসেবে দিচ্ছে। ঈদের দিন সবার মুখে গরুর মাংস তুলে দিতে পারব। খুব আনন্দ হচ্ছে।’
গাজীর বাজার এলাকার সাজেদা বেগম বললেন, ‘রমজান মাসে কম দামে চাল, তেল, চিড়া, ছোলা কিনিছি। এখন অর্ধেক দামে গরুর মাংস, পোলাও চাল পাচ্ছি। আমি আল্লাহর কাছে দোয়া করি, এরা যেন আর বেশি বেশি মানষির (মানুষের) জন্যি (জন্য) করতি (করতে) পারে।’
রমজান মাসজুড়ে ভর্তুকি দিয়ে অর্ধেক দামে নিম্ন ও মধ্যবিত্ত ৪৭২ পরিবারকে নিত্যপণ্য দিয়েছিল যশোরের আইডিয়া সমাজকল্যাণ সংস্থা। সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছিল ‘লস প্রজেক্ট’। স্লোগান ছিল ‘মানবকল্যাণে আমরা ঠকতে চাই’। এবার ঈদ উপলক্ষে আরও সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে সমাজকল্যাণ সংস্থাটি।
রমজানে অর্ধেক মূল্যে নিত্যপণ্য পাওয়া তালিকাভুক্ত এসব পরিবারের মাঝে গতকাল মঙ্গলবার ৩০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হয়। সঙ্গে স্বল্পমূল্যের পোলাও চাল, চিনিসহ উপহারসামগ্রীও দেওয়া হয়েছে।
যশোর শহরের খড়কি এলাকায় আইডিয়া সমাজকল্যাণ সংস্থা চত্বরে বসেছিল ব্যতিক্রমী এই ‘মধ্যবিত্তের ঈদবাজার’।
আয়োজকেরা জানান, মধ্যবিত্তের ঈদবাজারে দেশি গরুর মাংস ৩০০ টাকা কেজি, পোলাও চাল ৫০ টাকা কেজি ও চিনি ৫০ টাকা কেজি দরে দেওয়া হয়েছে। এ ছাড়া এর সঙ্গে সেমাই, মাংসের মসলা, বাদাম, কিশমিশ উপহার হিসেবে দেওয়া হয়েছে।
এর আগে লস প্রজেক্টের আওতায় পুরো রমজান মাসে ৪৭২টি পরিবারের কাছে লোকসানে পণ্য বিক্রি করা হয়। পরিবারপ্রতি ৫০ টাকা কেজি দরের চাল ২৫ টাকায় ৫ কেজি, ১৬৮ টাকা লিটারের সয়াবিন তেল ১২০ টাকায়, ১৫০ টাকার খেজুর ৮০ টাকায়, ৩৫০ টাকা দরের খেজুর ২০০ টাকায়, ৪০ টাকা দামের ২ কেজি আলু ২০ টাকায়, ৫০ টাকার চিড়া ৩৫ টাকায়, ৮০ টাকা কেজির ছোলা ৫০ টাকায়, ৮০ টাকা কেজি দরের চিনি ৫০ টাকায়, ৯০ টাকা কেজি দরের মসুর ডাল ৬০ টাকায় এবং ৩০ টাকা কেজি দরের পেঁয়াজ ১৫ টাকায় বিক্রি করা হয়। খেজুর দুই রকম হওয়ায় প্রতি প্যাকেজ ৫৫৫/৬৭৫ টাকায় বিক্রি করা হয়। বাজারমূল্যে এই প্যাকেজের দাম হয় ৯৪০/১১৪০ টাকা।
গোটা রমজান মাসে প্রতি পরিবার সপ্তাহে একবার করে চার সপ্তাহে মোট চারবার এই পণ্য ক্রয়ের সুযোগ পায় খড়কি এলাকার ৪৭২ মধ্য ও নিম্ন মধ্যবিত্ত পরিবার। সব মিলিয়ে আইডিয়া রমজান মাসে এই প্রজেক্টে তিন লক্ষাধিক টাকা ভর্তুকি দিয়ে লস প্রজেক্ট শেষ করে।
আইডিয়ার লস প্রজেক্টের সমন্বয়ক এবং সংস্থার সাবেক সভাপতি হারুণ অর রশিদ বলেন, ‘আইডিয়া সমাজকল্যাণ সংস্থা শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সমাজকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংস্থা। এ প্রজেক্টের আওতায় শিক্ষার্থীরা পবিত্র রমজান মাসজুড়ে লস করার উদ্দেশ্যেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দিয়েছে। সহজ কথায়, তারা বেশি দামে পণ্য কিনে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের মাঝে কম দামে বিক্রি করেছে।’
আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন বলেন, ‘পবিত্র রমজানে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির পাশে দাঁড়াতে আইডিয়া লস প্রজেক্ট শুরু করে। সমাজের উচ্চবিত্তরা সবকিছু কিনতে পারেন। নিম্নবিত্তের মানুষেরা সরকারি/বেসরকারি বিভিন্ন ত্রাণসুবিধার জন্য মানুষের কাছে হাত পাততে পারলেও চক্ষুলজ্জার খাতিরে মধ্যবিত্ত তাদের কান্না লুকিয়েই রাখে। আইডিয়া লস প্রজেক্ট পরোক্ষভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম সমাজের মধ্যবিত্ত শ্রেণির সহনশীলতার মধ্যে নিয়ে আসার একটি প্রকল্প।’
হামিদুল হক শাহীন বলেন, ‘এ লস প্রজেক্টের খবর গণমাধ্যমে দেশব্যাপী ছড়িয়ে পড়ায় অনেকেই সহযোগিতার হাত বাড়িয়েছেন। আইডিয়ার নিজস্ব তহবিল ও সহযোগিতা মিলিয়ে লস প্রজেক্টের পর এ মধ্যবিত্তের ঈদবাজার স্থাপন করা হয়েছে। যেখানে ওই পরিবারগুলো অর্ধেকের কম দামে গরুর মাংস, পোলাও চাল ও চিনি কিনতে পারছেন। আর ক্রেতাদের উপহার হিসেবে সেমাই, মসলা দেওয়া হচ্ছে।’
সহকারী অধ্যাপক হামিদুল হক আরও বলেন, ‘শিক্ষার্থীরা প্রজেক্টে লস করেছে সমাজের লাভের জন্য। সমাজটা আমাদের সবার। মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণি, যারা কারও কাছেই হাত পাততে পারেন না, আবার কারও অনুদানও নিতে লজ্জাবোধ করেন, তাঁদের সসম্মানে ক্রয়ক্ষমতা ফিরিয়ে দিয়ে শিক্ষার্থীরা তাঁদের লোকসানকে সাদকাহ হিসেবে বিবেচনা করেছে। লস প্রজেক্ট নিয়ে রমজানে পাশে থাকার পর ওই পরিবারগুলোকে ঈদের আনন্দ দিতে এই ঈদবাজার স্থাপন করা হয়।’
আইডিয়া থেকে ঈদবাজার করতে আসা খড়কি পীরবাড়ি এলাকার ইজিবাইকচালক জামাল উদ্দিন বলেন, ‘আমরা যারা খেটেখুটে বাজার করে খেতে চাই, তাদের বাজারে গিয়ে গরুর মাংস কেনার ক্ষমতা নেই। এখানে ৬৫০ টাকার গরুর গোশত ৩০০ টাকায়, ১২০ টাকার পোলাও চাল ৫০ টাকায় ও ৯০ টাকার চিনি ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। কম টাকায় আমরা আনন্দের সঙ্গে ঈদের দিন গরুর মাংস খেতে পারব।’
খড়কি দক্ষিণ পাড়া এলাকার ইলেকট্রিক মিস্ত্রি আব্দুল আলীম বললেন, ‘৩০০ টাকায় গরুর মাংস, ৫০ টাকায় পোলাও চাল, চিনির পাশাপাশি সেমাই মসলা উপহার হিসেবে দিচ্ছে। ঈদের দিন সবার মুখে গরুর মাংস তুলে দিতে পারব। খুব আনন্দ হচ্ছে।’
গাজীর বাজার এলাকার সাজেদা বেগম বললেন, ‘রমজান মাসে কম দামে চাল, তেল, চিড়া, ছোলা কিনিছি। এখন অর্ধেক দামে গরুর মাংস, পোলাও চাল পাচ্ছি। আমি আল্লাহর কাছে দোয়া করি, এরা যেন আর বেশি বেশি মানষির (মানুষের) জন্যি (জন্য) করতি (করতে) পারে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫