Ajker Patrika

দু্ই দিন পর লাশ দাফনহত্যা মামলা দায়ের

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৪: ৫৬
Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ট্রাকের চাপায় রাসেল মিয়া নামের এক শিশু নিহতের ঘটনায় দু্ই দিন পর হত্যা মামলা হয়েছে। গতকাল বুধবার সকালে রাসেলের বাবা আওয়াল মিয়া বাদী হয়ে কাপ্তান মিয়াকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর গতকাল বুধবার দুপুর ১টার দিকে পারিবারিক কবরস্থানে রাসেলের মরদেহ দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার।

রাসেলের বাবা আওয়াল মিয়ার অভিযোগ, গত সোমবার রাসেল হত্যার বিচার চেয়ে নাসিরনগর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। ময়নাদতন্তের রাসেলের লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়। কিন্তু তাঁরা লাশ দাফন করেননি। গত মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ করেন রাসেলের স্বজনসহ এলাকাবাসী।

গত সোমবার দুপুরে টেকপাড়া এলাকায় মেসার্স নিউ রয়েল ব্রিকসে মাটি আনা নেওয়ার সময় ট্রাকের চাপায় রাসেলের মৃত্যু হয়।

এ বিষয়ে হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফারুক মিয়া বলেন, থানার ওসি ও পুলিশ এসে নিহতের বাবা আওয়াল মিয়ার হাতে মামলার কাগজপত্র বুঝিয়ে দিলে মরদেহ দাফন করতে সম্মত হন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, ‘মামলা নেওয়া হয়েছে। তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত