নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্ববাজারের সঙ্গে জ্বালানি তেলের দাম সমন্বয় করতে দেশের বাজারেও ডিজেল ও অকটেনের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ও জ্বালানি মন্ত্রণালয়ের কয়েকটি সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিজেল ও অকটেনের দাম ১৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বাড়তে পারে।
দাম বাড়ানোর প্রক্রিয়ার অংশ হিসেবে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, পরিবহন খাতের নেতা ও ফিলিং স্টেশনের মালিকদের ইতিমধ্যে বৈঠক হয়েছে।
বিপিসির তথ্য অনুযায়ী, জ্বালানি তেলের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় ডিজেল, যা মোট জ্বালানির ৭৩ শতাংশ। গত বছরের নভেম্বর মাসে ডিজেলের দাম ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়। বিপিসি বলছে, প্রতি ব্যারেল ডিজেল গত বছরের ডিসেম্বর মাসে কেনা হয়েছে ৮৩-৮৬ মার্কিন ডলারে, এখন কিনতে হচ্ছে ১৭৩-১৭৫ মার্কিন ডলারে। প্রতি লিটারে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে গড়ে ৫৫ টাকা। প্রতি লিটার অকটেনে ভর্তুকি দিতে হচ্ছে প্রায় ৩৫ টাকা।
বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ আজকের পত্রিকার সঙ্গে আলাপকালে বলেন, ‘চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত জ্বালানি পণ্যে ভর্তুকি বাবদ অতিরিক্ত খরচ হয়েছে সাড়ে ৪ হাজার কোটি টাকা। বিপিসি যেভাবে জ্বালানি পণ্যে ভর্তুকি দিচ্ছে এভাবে চলতে থাকলে প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যাওয়ার আশঙ্কা আছে।’ দাম বাড়ানোর সিদ্ধান্ত কবে আসতে পারে–এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারের নীতিনির্ধারক পর্যায়ে ডিজেল ও অকটেনের দাম বাড়ানোর ব্যাপারে আলোচনা চলছে। অব্যাহত লস কমাতে আমার চাওয়া, দাম বাড়ানোর সিদ্ধান্ত শিগগিরই নেওয়া হোক। আমরা এখন ভর্তুকি দিয়ে যে দামে জ্বালানি পণ্য বিক্রি করছি, তাতে বিপিসি সর্বোচ্চ জুলাই পর্যন্ত টিকতে পারবে।’
এদিকে জুন ২০১৬ থেকে জুন ২০২১—এই ছয় অর্থবছরের বিপিসির আর্থিক নিরীক্ষা প্রতিবেদনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, সংস্থাটি এই সময়ের মধ্যে জ্বালানি তেল বিক্রি করে আয়কর বাদ দিয়ে মুনাফা করেছে ৩৮ হাজার ৭৮০ কোটি টাকা। পেট্রোলিয়াম জাতীয় পণ্য বিক্রির আয় থেকে ছয় বছরে বিপিসি সরকারকে কর দিয়েছে ৭ হাজার ২৪৭ কোটি টাকা।
বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, দাম বাড়ার কারণে বিপিসি যে লোকসানের কথা বলছে, আসলে তারা এখন লাভের বদলে আগের মুনাফার অংশ কমছে। কারণ, বিপিসিকে এখন বেশি দামে জ্বালানি তেল কিনতে হচ্ছে। তিনি বলেন, ‘২০২১ সালের দিকে আন্তর্জাতিক বাজারে ডিজেল ও অকটেনের দাম যখন কম ছিল, তখনো সরকার অকটেনের দাম বাড়িয়েছে। দাম বাড়লে সরকার দাম বাড়াবে কিন্তু দাম কমলে কমাবে না—এটা নীতি হতে পারে না। আমরা জানি না সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে কোন নীতি অনুসরণ করে।’
জ্বালানি তেলের দাম বাড়ানোর ব্যাপারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী নসরুল হামিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে আমরা আলাপ-আলোচনা করছি, কী করা যায়। মূল্যবৃদ্ধির ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রথম ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম বলেন, জ্বালানি তেলের দাম বাড়ালে গার্মেন্টস পণ্য পরিবহনে নেতিবাচক প্রভাব পড়বে। পরিবহন ব্যয় বাড়বে। একই সঙ্গে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেলে তাঁরা বেতন বাড়ানোর দাবি করবে, যা শিগগির করা সম্ভব নয়।
বিশ্ববাজারের সঙ্গে জ্বালানি তেলের দাম সমন্বয় করতে দেশের বাজারেও ডিজেল ও অকটেনের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ও জ্বালানি মন্ত্রণালয়ের কয়েকটি সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিজেল ও অকটেনের দাম ১৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বাড়তে পারে।
দাম বাড়ানোর প্রক্রিয়ার অংশ হিসেবে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, পরিবহন খাতের নেতা ও ফিলিং স্টেশনের মালিকদের ইতিমধ্যে বৈঠক হয়েছে।
বিপিসির তথ্য অনুযায়ী, জ্বালানি তেলের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় ডিজেল, যা মোট জ্বালানির ৭৩ শতাংশ। গত বছরের নভেম্বর মাসে ডিজেলের দাম ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়। বিপিসি বলছে, প্রতি ব্যারেল ডিজেল গত বছরের ডিসেম্বর মাসে কেনা হয়েছে ৮৩-৮৬ মার্কিন ডলারে, এখন কিনতে হচ্ছে ১৭৩-১৭৫ মার্কিন ডলারে। প্রতি লিটারে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে গড়ে ৫৫ টাকা। প্রতি লিটার অকটেনে ভর্তুকি দিতে হচ্ছে প্রায় ৩৫ টাকা।
বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ আজকের পত্রিকার সঙ্গে আলাপকালে বলেন, ‘চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত জ্বালানি পণ্যে ভর্তুকি বাবদ অতিরিক্ত খরচ হয়েছে সাড়ে ৪ হাজার কোটি টাকা। বিপিসি যেভাবে জ্বালানি পণ্যে ভর্তুকি দিচ্ছে এভাবে চলতে থাকলে প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যাওয়ার আশঙ্কা আছে।’ দাম বাড়ানোর সিদ্ধান্ত কবে আসতে পারে–এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারের নীতিনির্ধারক পর্যায়ে ডিজেল ও অকটেনের দাম বাড়ানোর ব্যাপারে আলোচনা চলছে। অব্যাহত লস কমাতে আমার চাওয়া, দাম বাড়ানোর সিদ্ধান্ত শিগগিরই নেওয়া হোক। আমরা এখন ভর্তুকি দিয়ে যে দামে জ্বালানি পণ্য বিক্রি করছি, তাতে বিপিসি সর্বোচ্চ জুলাই পর্যন্ত টিকতে পারবে।’
এদিকে জুন ২০১৬ থেকে জুন ২০২১—এই ছয় অর্থবছরের বিপিসির আর্থিক নিরীক্ষা প্রতিবেদনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, সংস্থাটি এই সময়ের মধ্যে জ্বালানি তেল বিক্রি করে আয়কর বাদ দিয়ে মুনাফা করেছে ৩৮ হাজার ৭৮০ কোটি টাকা। পেট্রোলিয়াম জাতীয় পণ্য বিক্রির আয় থেকে ছয় বছরে বিপিসি সরকারকে কর দিয়েছে ৭ হাজার ২৪৭ কোটি টাকা।
বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, দাম বাড়ার কারণে বিপিসি যে লোকসানের কথা বলছে, আসলে তারা এখন লাভের বদলে আগের মুনাফার অংশ কমছে। কারণ, বিপিসিকে এখন বেশি দামে জ্বালানি তেল কিনতে হচ্ছে। তিনি বলেন, ‘২০২১ সালের দিকে আন্তর্জাতিক বাজারে ডিজেল ও অকটেনের দাম যখন কম ছিল, তখনো সরকার অকটেনের দাম বাড়িয়েছে। দাম বাড়লে সরকার দাম বাড়াবে কিন্তু দাম কমলে কমাবে না—এটা নীতি হতে পারে না। আমরা জানি না সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে কোন নীতি অনুসরণ করে।’
জ্বালানি তেলের দাম বাড়ানোর ব্যাপারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী নসরুল হামিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে আমরা আলাপ-আলোচনা করছি, কী করা যায়। মূল্যবৃদ্ধির ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রথম ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম বলেন, জ্বালানি তেলের দাম বাড়ালে গার্মেন্টস পণ্য পরিবহনে নেতিবাচক প্রভাব পড়বে। পরিবহন ব্যয় বাড়বে। একই সঙ্গে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেলে তাঁরা বেতন বাড়ানোর দাবি করবে, যা শিগগির করা সম্ভব নয়।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫