নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর নিচ থেকে আরিফ কবির (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। র্যাডিসন ব্লুর কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ বলছে, হোটেলটির ২০ তলা থেকে লাফিয়ে পড়েছেন ওই যুবক। গত সোমবার রাত পৌনে ৯টার দিকে ঘটনাটি ঘটে। পুলিশ বলছে, নিহত ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। পরিবার অবশ্য বলেছে, আরিফ অভিমান করে বাড়ি ছেড়েছিলেন।
মৃত আরিফ কবির রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানার তাজমহল রোডের এনামুল কবিরের ছেলে। তিনি স্কলাস্টিকার এ লেভেলের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্র বলেছে, আরিফের বাবা এনামুল কবির ছিলেন সরকারি চাকরিজীবী। প্রায় ৩ বছর আগে তিনি মারা গেছেন। মোহাম্মদপুরে যে ভবনে আরিফ ও তাঁর পরিবার থাকেন, সেটির মালিক তাঁর নানা শামসুজ্জোহা। তিনি থাকেন চারতলায়। তিনতলায় সন্তানদের নিয়ে থাকেন আরিফের মা ফারহানা দোজা। দুই ভাই এক বোনের মধ্যে আরিফ বড়।
হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, আরিফ কবির নামের ওই যুবক সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ওই হোটেলে প্রবেশ করেন। হোটেলটির ২০ তলা ওপেন স্পেস। সেখানে গিয়ে ওই যুবক নাশতার অর্ডার করেন। ধীরে ধীরে নাশতা করছিলেন তিনি। খাওয়ার মাঝেই হঠাৎ ৮টা ৫০ মিনিটের দিকে নিচে লাফ দেন। তিনি বলেন, তাঁকে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, আরিফ যখন লাফ দেন, ওই সময় দুজন বিদেশি নাগরিকও সেখানে ছিলেন। তাঁরা বলেছেন, যুবকটি হঠাৎ লাফ দিয়েছেন। তবুও অধিকতর তদন্ত করছে পুলিশ।
আরিফের মৃত্যুর ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁর মা ফারহানা দোজা চট্টগ্রাম কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক শিমুল চন্দ্র দাশ আজকের পত্রিকাকে বলেন, গতকাল বিকেলের দিকে আরিফের মা থানায় আসেন। শিমুল চন্দ্র দাশ জানান, আরিফের বয়স যখন ১৫ বছর, তখন থেকে তিনি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার (ওসিডি) রোগে ভুগছিলেন। প্রায় সময়ই কাউকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে যেতেন।
ফারহানা দোজার বরাত দিয়ে উপপরিদর্শক শিমুল চন্দ্র দাশ বলেন, ৯ নভেম্বর মায়ের সঙ্গে কথা-কাটাকাটির জেরে বাসা থেকে বের হয়ে যান আরিফ। পরদিন তিনি গুলশানে এক বন্ধুর বাসায় আছেন বলে তাঁর মাকে জানান। পরের তিন দিন তাঁর মুঠোফোন বন্ধ ছিল। ১৪ নভেম্বর কক্সবাজারে যান তিনি।
রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, আরিফ ও তাঁর পরিবার যে ফ্ল্যাটে থাকেন, সেখান থেকে প্রায়ই চিৎকার-চেঁচামেচি শোনা যেত। তবে আরিফের নানা শামসুজ্জোহা বলেন, ‘আমার নাতি অভিমান করে বাসা থেকে বের হয়ে গিয়েছিল ঠিকই। কিন্তু সে আত্মহত্যা করার মতো ছেলে নয়।’
চট্টগ্রাম নগরের পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর নিচ থেকে আরিফ কবির (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। র্যাডিসন ব্লুর কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ বলছে, হোটেলটির ২০ তলা থেকে লাফিয়ে পড়েছেন ওই যুবক। গত সোমবার রাত পৌনে ৯টার দিকে ঘটনাটি ঘটে। পুলিশ বলছে, নিহত ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। পরিবার অবশ্য বলেছে, আরিফ অভিমান করে বাড়ি ছেড়েছিলেন।
মৃত আরিফ কবির রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানার তাজমহল রোডের এনামুল কবিরের ছেলে। তিনি স্কলাস্টিকার এ লেভেলের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্র বলেছে, আরিফের বাবা এনামুল কবির ছিলেন সরকারি চাকরিজীবী। প্রায় ৩ বছর আগে তিনি মারা গেছেন। মোহাম্মদপুরে যে ভবনে আরিফ ও তাঁর পরিবার থাকেন, সেটির মালিক তাঁর নানা শামসুজ্জোহা। তিনি থাকেন চারতলায়। তিনতলায় সন্তানদের নিয়ে থাকেন আরিফের মা ফারহানা দোজা। দুই ভাই এক বোনের মধ্যে আরিফ বড়।
হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, আরিফ কবির নামের ওই যুবক সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ওই হোটেলে প্রবেশ করেন। হোটেলটির ২০ তলা ওপেন স্পেস। সেখানে গিয়ে ওই যুবক নাশতার অর্ডার করেন। ধীরে ধীরে নাশতা করছিলেন তিনি। খাওয়ার মাঝেই হঠাৎ ৮টা ৫০ মিনিটের দিকে নিচে লাফ দেন। তিনি বলেন, তাঁকে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, আরিফ যখন লাফ দেন, ওই সময় দুজন বিদেশি নাগরিকও সেখানে ছিলেন। তাঁরা বলেছেন, যুবকটি হঠাৎ লাফ দিয়েছেন। তবুও অধিকতর তদন্ত করছে পুলিশ।
আরিফের মৃত্যুর ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁর মা ফারহানা দোজা চট্টগ্রাম কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক শিমুল চন্দ্র দাশ আজকের পত্রিকাকে বলেন, গতকাল বিকেলের দিকে আরিফের মা থানায় আসেন। শিমুল চন্দ্র দাশ জানান, আরিফের বয়স যখন ১৫ বছর, তখন থেকে তিনি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার (ওসিডি) রোগে ভুগছিলেন। প্রায় সময়ই কাউকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে যেতেন।
ফারহানা দোজার বরাত দিয়ে উপপরিদর্শক শিমুল চন্দ্র দাশ বলেন, ৯ নভেম্বর মায়ের সঙ্গে কথা-কাটাকাটির জেরে বাসা থেকে বের হয়ে যান আরিফ। পরদিন তিনি গুলশানে এক বন্ধুর বাসায় আছেন বলে তাঁর মাকে জানান। পরের তিন দিন তাঁর মুঠোফোন বন্ধ ছিল। ১৪ নভেম্বর কক্সবাজারে যান তিনি।
রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, আরিফ ও তাঁর পরিবার যে ফ্ল্যাটে থাকেন, সেখান থেকে প্রায়ই চিৎকার-চেঁচামেচি শোনা যেত। তবে আরিফের নানা শামসুজ্জোহা বলেন, ‘আমার নাতি অভিমান করে বাসা থেকে বের হয়ে গিয়েছিল ঠিকই। কিন্তু সে আত্মহত্যা করার মতো ছেলে নয়।’
সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইয়ের হরফুন মৌলা বা সকল কাজের কাজী আবদুর রহমানের বলা একটি বাক্য—‘ইনহাস্ত ওয়াতানাম’—‘এই আমার জন্মভূমি’। সে কথা বলার সময় আফগানি আবদুর রহমানের চোখেমুখে যে অম্লান দ্যুতি ছড়িয়ে পড়েছিল, সে কথা দিব্যি অনুভব করে নেওয়া যায়...
১ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৮ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪