Ajker Patrika

এক বছর ধরে বেতন পাননি ৪৭ শ্রমিক

বদরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ২১: ৫৬
এক বছর ধরে বেতন পাননি ৪৭ শ্রমিক

রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে অবস্থিত ‘রংপুর ডিস্টিলারিজ অ্যান্ড কেমিক্যালস লিমিটেডে’র ৪৭ জন শ্রমিক এক বছর ধরে বেতন পাচ্ছেন না। মালিকপক্ষ নিজের গা বাঁচাতে শ্রমিকদের সঙ্গে করেছেন লোক দেখানো এক সমঝোতা বৈঠক। কিন্তু ওই পর্যন্তই। শ্রমিকদের বেতন পরিশোধে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। ফলে পরিবার নিয়ে বিপাকে পড়েছেন ভুক্তভোগী শ্রমিকেরা।

অভিযোগ সূত্রে জানা যায়, বকেয়া বেতনের দাবিতে গত বছর শ্রমিকেরা নানা জায়গায় অভিযোগ দেওয়ার পাশাপাশি উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন। এরই পরিপ্রেক্ষিতে কারখানা অধিদপ্তর ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে সমস্যা সমাধানের নির্দেশ দেয়।

গত বছরের সেপ্টেম্বর মাসে কারখানা অধিদপ্তরের কর্মকর্তার উপস্থিতিতে শ্রমিকদের এক মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়। পরে কারখানা অধিদপ্তর শ্রমিকদের সব বকেয়া বেতন পরিশোধের জন্য ডিস্টিলারিজ কর্তৃপক্ষকে চূড়ান্ত নোটিশ দেয়। চলতি বছরের ২৮ জুন ডিস্টিলারিজের ব্যবস্থাপনা পরিচালক শ্রমিকদের গত বছরের অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধ করে একটি লিখিত সমঝোতা করেন। সমঝোতা অনুযায়ী ১ জুলাই থেকে কারখানা চালুর পাশাপাশি মাসিক বেতনের সঙ্গে বকেয়া বেতন প্রদানের প্রতিশ্রুতি দেন। কারখানা আর চালু না হলেও শ্রমিকদের গত বছরের নভেম্বর মাসের বেতন দেওয়া হয়।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক সাদাদ রহমানের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও ধরেননি তিনি। খুদে বার্তা পাঠিয়েও তাঁর সাড়া মেলেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিড়াল মনিবকে কেন মৃত প্রাণী ‘উপহার’ দেয়

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

বৃষ্টি অপেক্ষায় রেখেছে বাংলাদেশ-জিম্বাবুয়েকে

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

শেখ হাসিনার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার করতে পারে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত