নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কোনো গণপরিবহনে তাঁদের বসে থাকা দেখে সরল বিশ্বাসে যাত্রী মনে করবেন অন্যরা। চালকের হাঁকডাকে তো সন্দেহের অবকাশই থাকে না। এই সুযোগ কাজে লাগিয়ে অপরাধ করছে একটি চক্র। তাঁরা গাড়ির ভেতরে যাত্রীর ছদ্মবেশে বসে থাকেন। কেউ ওই গাড়িতে উঠলে তাঁর জন্য অপেক্ষা করে ভয়ংকর পরিণতি। মারধর করে তাঁর সবকিছু কেড়ে নেওয়া হয়। পরে আহতাবস্থায় সুবিধাজনক জায়গায় ওই যাত্রীকে গাড়ি থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় চক্রটির সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাইনে এক সংবাদ সম্মেলনে এমন ঘটনায় জড়িত দুর্ধর্ষ ডাকাত দলের ৬ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গত বছরের ১৯ ডিসেম্বর চক্রটির হাতে পড়ে মো. হোসেন নামে এক দুবাইপ্রবাসী যাত্রী নিহত হন। এ ঘটনা তদন্ত করতে গিয়ে চক্রটির সন্ধান পায় পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরগুনা সদরের পরীরখালের মো. শাহ আলম আকন (৩২), একই উপজেলার মো. মিজানুর রহমান ওরফে চান মিয়া (৫৩), ওই জেলার পাথরঘাটার ঘুটাবাছার মো. আবুল কালাম (৪৭), ছোট তালতলীর ভাইজোড় এলাকার মো. আল আমিন (২৯), বরিশালের মুলাদীর পূর্ব চরপদ্মার মো. জাকির হোসেন ওরফে সাঈদ (৩৬) এবং ঢাকার কেরানীগঞ্জের মো. নাহিদুল ইসলাম ওরফে হারুন।
সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) মো. শামসুল আলম বলেন, গত বুধবার রাত পৌনে ৯টার দিকে নগরীর অলংকার মোড় থেকে যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ, পাহাড়তলী ও আকবরশাহ থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি মাইক্রোবাস, হাতুড়ি, স্ক্রু-ড্রাইভার, প্লায়ার্স, ২টি টিপ ছোরা, ১০টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জের বাড়িতে যাওয়ার জন্য গত ১৯ ডিসেম্বর অলংকার মোড়ের বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন দুবাইপ্রবাসী মো. হোসেন। এ সময় একটি মাইক্রোবাস তাঁর সামনে এসে দাঁড়ায়। মাইক্রোবাসের চালক তাঁকে ১০০ টাকা ভাড়ায় পৌঁছে দেওয়ার কথা বললে তিনি সরল বিশ্বাসে ওঠেন। কিছু দূর যাওয়ার পরে মাইক্রোবাসে থাকা চার ব্যক্তি তাঁর ওপর নির্যাতন চালায়। এ সময় মো. হোসেনের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা, দুটি স্বর্ণের আংটি, মোবাইল ফোন ও পাসপোর্ট ছিনিয়ে নেয়।
পরে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উত্তর বেতিয়ারায় তাঁকে গাড়ি থেকে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় বাসিন্দারা হোসেনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়। পরদিন ২০ সন্ধ্যায় সেখানে তাঁর মৃত্যু হয়।
কোনো গণপরিবহনে তাঁদের বসে থাকা দেখে সরল বিশ্বাসে যাত্রী মনে করবেন অন্যরা। চালকের হাঁকডাকে তো সন্দেহের অবকাশই থাকে না। এই সুযোগ কাজে লাগিয়ে অপরাধ করছে একটি চক্র। তাঁরা গাড়ির ভেতরে যাত্রীর ছদ্মবেশে বসে থাকেন। কেউ ওই গাড়িতে উঠলে তাঁর জন্য অপেক্ষা করে ভয়ংকর পরিণতি। মারধর করে তাঁর সবকিছু কেড়ে নেওয়া হয়। পরে আহতাবস্থায় সুবিধাজনক জায়গায় ওই যাত্রীকে গাড়ি থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় চক্রটির সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাইনে এক সংবাদ সম্মেলনে এমন ঘটনায় জড়িত দুর্ধর্ষ ডাকাত দলের ৬ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গত বছরের ১৯ ডিসেম্বর চক্রটির হাতে পড়ে মো. হোসেন নামে এক দুবাইপ্রবাসী যাত্রী নিহত হন। এ ঘটনা তদন্ত করতে গিয়ে চক্রটির সন্ধান পায় পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরগুনা সদরের পরীরখালের মো. শাহ আলম আকন (৩২), একই উপজেলার মো. মিজানুর রহমান ওরফে চান মিয়া (৫৩), ওই জেলার পাথরঘাটার ঘুটাবাছার মো. আবুল কালাম (৪৭), ছোট তালতলীর ভাইজোড় এলাকার মো. আল আমিন (২৯), বরিশালের মুলাদীর পূর্ব চরপদ্মার মো. জাকির হোসেন ওরফে সাঈদ (৩৬) এবং ঢাকার কেরানীগঞ্জের মো. নাহিদুল ইসলাম ওরফে হারুন।
সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) মো. শামসুল আলম বলেন, গত বুধবার রাত পৌনে ৯টার দিকে নগরীর অলংকার মোড় থেকে যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ, পাহাড়তলী ও আকবরশাহ থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি মাইক্রোবাস, হাতুড়ি, স্ক্রু-ড্রাইভার, প্লায়ার্স, ২টি টিপ ছোরা, ১০টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জের বাড়িতে যাওয়ার জন্য গত ১৯ ডিসেম্বর অলংকার মোড়ের বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন দুবাইপ্রবাসী মো. হোসেন। এ সময় একটি মাইক্রোবাস তাঁর সামনে এসে দাঁড়ায়। মাইক্রোবাসের চালক তাঁকে ১০০ টাকা ভাড়ায় পৌঁছে দেওয়ার কথা বললে তিনি সরল বিশ্বাসে ওঠেন। কিছু দূর যাওয়ার পরে মাইক্রোবাসে থাকা চার ব্যক্তি তাঁর ওপর নির্যাতন চালায়। এ সময় মো. হোসেনের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা, দুটি স্বর্ণের আংটি, মোবাইল ফোন ও পাসপোর্ট ছিনিয়ে নেয়।
পরে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উত্তর বেতিয়ারায় তাঁকে গাড়ি থেকে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় বাসিন্দারা হোসেনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়। পরদিন ২০ সন্ধ্যায় সেখানে তাঁর মৃত্যু হয়।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫