গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হেরে টেঙ্গারচর ও হোসেন্দীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার পৃথক এ ঘটনায় আটজন আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
টেঙ্গারচর ইউপির পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এখলাসুর রহমান বলেন, ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এস এম সালাউদ্দিন মাস্টার এবং তিনি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ছিলেন। নির্বাচনে তাঁরা উভয়ই হেরেছেন। ভোটের হিসাবে তিনি দ্বিতীয় হয়েছেন। তবে নির্বাচনে হারার কারণ হিসেবে সালাউদ্দিন মাস্টারের সমর্থকেরা তাঁকে দায়ী করে আসছেন। ফল ঘোষণার পর থেকে তাঁরা বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়েছিলেন। গতকাল সকাল ৬টার দিকে সালাউদ্দিন মাস্টারের উপস্থিতিতে তাঁর কয়েক শ সমর্থক এখলাসুরের বাড়িঘরে হামলা চালান। এ ছাড়া তাঁর অন্তত ৯ সমর্থকের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালান। নির্বাচনকাজে ব্যবহৃত তাঁর দুটি প্রাইভেট কার এবং একটি মাইক্রোবাসে ভাঙচুর চালান হামলাকারীরা।
হামলায় শাহ আলম (৪০), মিজানুর রহমান (৩৫), বারেক মিয়াজী (৪৫), দুলাল মিয়া (৫০), রূপা বেগম (৩২) সুরাইয়া আক্তারসহ সালাউদ্দিন মাস্টার আহত হন। আহতদের মধ্যে শাহ আলম এবং মিজানুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক।
গজারিয়া থানার ওসি মো. রইছ উদ্দিন বলেন, এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন এস এম সালাউদ্দিন মাস্টারের ওপর পুলিশি নজরদারি রয়েছে। কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসেন্দী ইউনিয়নে বিজয়ী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী হাজি মোহাম্মদ আক্তার হোসেনের সমর্থক আমানউল্লাহ (৫৫) গতকাল বুধবার গোয়ালগাঁও বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় পরাজিত চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের মনিরুল হক মিঠুর সমর্থক একই গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হারুন মিয়ার নেতৃত্বে আবুল হোসেন, ইব্রাহিম, সাকিব, জামানসহ ১৫-২০ জন তাঁর ওপর হামলা চালান। এতে আমানউল্লাহ গুরুতর জখম হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি সম্পর্কে ওসি বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে চেষ্টা অব্যাহত রয়েছে।
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হেরে টেঙ্গারচর ও হোসেন্দীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার পৃথক এ ঘটনায় আটজন আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
টেঙ্গারচর ইউপির পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এখলাসুর রহমান বলেন, ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এস এম সালাউদ্দিন মাস্টার এবং তিনি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ছিলেন। নির্বাচনে তাঁরা উভয়ই হেরেছেন। ভোটের হিসাবে তিনি দ্বিতীয় হয়েছেন। তবে নির্বাচনে হারার কারণ হিসেবে সালাউদ্দিন মাস্টারের সমর্থকেরা তাঁকে দায়ী করে আসছেন। ফল ঘোষণার পর থেকে তাঁরা বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়েছিলেন। গতকাল সকাল ৬টার দিকে সালাউদ্দিন মাস্টারের উপস্থিতিতে তাঁর কয়েক শ সমর্থক এখলাসুরের বাড়িঘরে হামলা চালান। এ ছাড়া তাঁর অন্তত ৯ সমর্থকের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালান। নির্বাচনকাজে ব্যবহৃত তাঁর দুটি প্রাইভেট কার এবং একটি মাইক্রোবাসে ভাঙচুর চালান হামলাকারীরা।
হামলায় শাহ আলম (৪০), মিজানুর রহমান (৩৫), বারেক মিয়াজী (৪৫), দুলাল মিয়া (৫০), রূপা বেগম (৩২) সুরাইয়া আক্তারসহ সালাউদ্দিন মাস্টার আহত হন। আহতদের মধ্যে শাহ আলম এবং মিজানুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক।
গজারিয়া থানার ওসি মো. রইছ উদ্দিন বলেন, এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন এস এম সালাউদ্দিন মাস্টারের ওপর পুলিশি নজরদারি রয়েছে। কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসেন্দী ইউনিয়নে বিজয়ী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী হাজি মোহাম্মদ আক্তার হোসেনের সমর্থক আমানউল্লাহ (৫৫) গতকাল বুধবার গোয়ালগাঁও বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় পরাজিত চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের মনিরুল হক মিঠুর সমর্থক একই গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হারুন মিয়ার নেতৃত্বে আবুল হোসেন, ইব্রাহিম, সাকিব, জামানসহ ১৫-২০ জন তাঁর ওপর হামলা চালান। এতে আমানউল্লাহ গুরুতর জখম হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি সম্পর্কে ওসি বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে চেষ্টা অব্যাহত রয়েছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪