Ajker Patrika

১ দিনও প্রচারণায় যাননি বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
১ দিনও প্রচারণায় যাননি বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক দিনও প্রচারণায় আসেননি টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মোস্তফা কামাল বাদল। তিনি বাংলাদেশ পিপলস্ পার্টি (বিপিপি) নামের একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান। নিজ দলের নিবন্ধন না থাকায় বাংলাদেশ কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে (ডাব প্রতীক) মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। সভা-সমাবেশ, মাইকিং ও উঠান বৈঠক তো দূরের কথা নির্বাচনী এলাকায় একটি পোস্টারও সাঁটানো হয়নি এই প্রতিদ্বন্দ্বীর।

জানা গেছে, সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তফা কামাল বাদলের বাড়ি সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার গ্রামে। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন মিয়া ওরফে কাজী মিলিটারি। পরিবার নিয়ে থাকেন ঢাকায়। পেশায় তিনি একজন শিক্ষানবিশ আইনজীবী।

ঘটা করে নির্বাচনে দাঁড়িয়ে নীরব থাকার কারণ জানতে চাইলে মোস্তফা কামাল বাদল বলেন, ‘সব মিলিয়ে নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না। আওয়ামী লীগ ও আওয়ামী লীগের মধ্যেই নির্বাচন হচ্ছে। আমাদের কাছে মনে হয়েছে নিরপেক্ষ নির্বাচন হওয়াটা আশঙ্কাজনক। তাই সবকিছু করেও প্রচারণায় নামা হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ, সঙ্গে শর্ত

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস ৩৩০, এয়ারক্র্যাফট দাঁড়াল ২৫টিতে

আজকের রাশিফল: আপন গোপন তথ্য সামলে রাখুন, প্রচুর ভালোবাসুন

যুগান্তকারী উদ্ভাবন: চোখে চিপ বসিয়ে দেখতে পাচ্ছেন দৃষ্টিহীনেরা

গাজায় যুদ্ধবিরতি ভেঙে এক দিনে ১৫৩ টন বোমা ফেলেছে ইসরায়েল

এলাকার খবর
Loading...