হোমনা ও বরুড়া প্রতিনিধি
হোমনা ও বরুড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় ২২ প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার বিকেল থেকে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত উপজেলা দুটির বিভিন্ন ইউপিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
হোমনা: উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিভিন্ন পদে ১৮ প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার বিকেল থেকে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত উপজেলার ৯টি ইউপিতে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত সোমবার বিকেল থেকে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত অভিযানে চান্দেরচর ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোজাম্মেল হককে (নৌকা) নৌকার তোরণ নির্মাণ করায় ৩ হাজার টাকা, আসাদপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মো. জালাল উদ্দিনকে (আনারস) একাধিক মাইক ব্যবহার করায় ৬ হাজার, একই ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী আম্বিয়া বেগমকে (সূর্যমুখী) একই অপরাধে ২ হাজার, দুলালপুর ইউপিতে ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. লিটন মিয়াকে (ফুটবল) মোটরসাইকেলে প্রচার করায় ৫০০, এই ওয়ার্ডের অপর সদস্য পদপ্রার্থী মো. সেলিমকে (তালা) দেয়ালে পোস্টার লাগানোয় ১ হাজার ৫০০, একই ইউপির ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী মিনরা বেগমকে (মাইক) একাধিক মাইকে প্রচার চালানোর দায়ে ২ হাজার এবং একই ওয়ার্ডের নারী সদস্য প্রার্থী বকুল বেগমকে (হেলিকপ্টার) একই অপরাধে ২ হাজার, দেয়ালে পোস্টার লাগানোয় দুলালপুর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. মোশারফ হোসেনকে (তালা) ২ হাজার এবং একাধিক মাইক ব্যবহার করায় মাথাভাঙ্গা ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. নজরুল ইসলামকে (মোরগ) ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া গত রোববার বিকেলে ঘাগুটিয়া ইউপির আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন রনি (নৌকা) মোটরসাইকেল বহর নিয়ে শোডাউন করায় ৭ হাজার টাকা, স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. মফিজুল ইসলাম গণিকে (ঘোড়া) প্রচারে একাধিক মাইক ব্যবহার করায় ৩ হাজার, অপর চেয়ারম্যান প্রার্থী মো. ইউনুছ মিয়াকে (আনারস) দেওয়ালে পোস্টার লাগানোয় ৪ হাজার, আমান উল্লাহ আমানকে (মোটরসাইকেল) দেওয়ালে পোস্টার লাগানোয় ৩ হাজার, একই ইউপিতে সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী কুলসুম আক্তারকে (তালগাছ) প্রচারে একাধিক মাইক ব্যবহার করায় ২ হাজার টাকা এবং ওই ইউপির সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী সুফিয়া বেগমকে (বই) একই অপরাধে ২ হাজার, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. জয়নাল আবেদীনকে (ফুটবল) দেওয়ালে পোস্টার লাগানোর দায়ে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া দুলালপুর ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জসিম উদ্দিন সওদাগরকে (নৌকা) একাধিক মাইক ও তোরণ নির্মাণ করায় ৪ হাজার টাকা এবং ৫ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. মোমেন খানকে (ভ্যানগাড়ি) প্রচারে একাধিক মাইক ব্যবহার করায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ তৈরিতে কাজ করছে উপজেলা প্রশাসন। এ জন্য এই অভিযান। এ ধরনের অভিযান চলবে।’
বরুড়া: উপজেলার ভবানীপুর ও ঝলম ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীসহ চার প্রার্থীকে জরিমানা করা হয়েছে। গত রোববার ও সোমবার প্রার্থীদের নিজ নির্বাচনী এলাকায় নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, স্থানীয় কয়েকটি বাজারের দোকানের দেয়ালে পোস্টার লাগানো এবং নৌকার তোরণ বানানোর অভিযোগে এসব জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান।
অভিযানে ভবানীপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খলিলুর রহমান, সদস্য পদপ্রার্থী শাহ আলম, ঝলম ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খায়রুল এনাম ইয়াকুব, স্বতন্ত্র প্রার্থী নূরুল ইসলামকে জরিমানা করা হয়। দুই দিনের অভিযানে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান বলেন, ‘নিয়মিত অভিযান পরিচালনা করছি। ইউপি নির্বাচনে আচরণ বিধিমালা-২০১৬-এর আইন লঙ্ঘনের অভিযোগে তাঁদের জরিমানা করা হয়েছে।’
হোমনা ও বরুড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় ২২ প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার বিকেল থেকে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত উপজেলা দুটির বিভিন্ন ইউপিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
হোমনা: উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিভিন্ন পদে ১৮ প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার বিকেল থেকে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত উপজেলার ৯টি ইউপিতে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত সোমবার বিকেল থেকে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত অভিযানে চান্দেরচর ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোজাম্মেল হককে (নৌকা) নৌকার তোরণ নির্মাণ করায় ৩ হাজার টাকা, আসাদপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মো. জালাল উদ্দিনকে (আনারস) একাধিক মাইক ব্যবহার করায় ৬ হাজার, একই ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী আম্বিয়া বেগমকে (সূর্যমুখী) একই অপরাধে ২ হাজার, দুলালপুর ইউপিতে ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. লিটন মিয়াকে (ফুটবল) মোটরসাইকেলে প্রচার করায় ৫০০, এই ওয়ার্ডের অপর সদস্য পদপ্রার্থী মো. সেলিমকে (তালা) দেয়ালে পোস্টার লাগানোয় ১ হাজার ৫০০, একই ইউপির ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী মিনরা বেগমকে (মাইক) একাধিক মাইকে প্রচার চালানোর দায়ে ২ হাজার এবং একই ওয়ার্ডের নারী সদস্য প্রার্থী বকুল বেগমকে (হেলিকপ্টার) একই অপরাধে ২ হাজার, দেয়ালে পোস্টার লাগানোয় দুলালপুর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. মোশারফ হোসেনকে (তালা) ২ হাজার এবং একাধিক মাইক ব্যবহার করায় মাথাভাঙ্গা ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. নজরুল ইসলামকে (মোরগ) ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া গত রোববার বিকেলে ঘাগুটিয়া ইউপির আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন রনি (নৌকা) মোটরসাইকেল বহর নিয়ে শোডাউন করায় ৭ হাজার টাকা, স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. মফিজুল ইসলাম গণিকে (ঘোড়া) প্রচারে একাধিক মাইক ব্যবহার করায় ৩ হাজার, অপর চেয়ারম্যান প্রার্থী মো. ইউনুছ মিয়াকে (আনারস) দেওয়ালে পোস্টার লাগানোয় ৪ হাজার, আমান উল্লাহ আমানকে (মোটরসাইকেল) দেওয়ালে পোস্টার লাগানোয় ৩ হাজার, একই ইউপিতে সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী কুলসুম আক্তারকে (তালগাছ) প্রচারে একাধিক মাইক ব্যবহার করায় ২ হাজার টাকা এবং ওই ইউপির সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী সুফিয়া বেগমকে (বই) একই অপরাধে ২ হাজার, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. জয়নাল আবেদীনকে (ফুটবল) দেওয়ালে পোস্টার লাগানোর দায়ে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া দুলালপুর ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জসিম উদ্দিন সওদাগরকে (নৌকা) একাধিক মাইক ও তোরণ নির্মাণ করায় ৪ হাজার টাকা এবং ৫ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. মোমেন খানকে (ভ্যানগাড়ি) প্রচারে একাধিক মাইক ব্যবহার করায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ তৈরিতে কাজ করছে উপজেলা প্রশাসন। এ জন্য এই অভিযান। এ ধরনের অভিযান চলবে।’
বরুড়া: উপজেলার ভবানীপুর ও ঝলম ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীসহ চার প্রার্থীকে জরিমানা করা হয়েছে। গত রোববার ও সোমবার প্রার্থীদের নিজ নির্বাচনী এলাকায় নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, স্থানীয় কয়েকটি বাজারের দোকানের দেয়ালে পোস্টার লাগানো এবং নৌকার তোরণ বানানোর অভিযোগে এসব জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান।
অভিযানে ভবানীপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খলিলুর রহমান, সদস্য পদপ্রার্থী শাহ আলম, ঝলম ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খায়রুল এনাম ইয়াকুব, স্বতন্ত্র প্রার্থী নূরুল ইসলামকে জরিমানা করা হয়। দুই দিনের অভিযানে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান বলেন, ‘নিয়মিত অভিযান পরিচালনা করছি। ইউপি নির্বাচনে আচরণ বিধিমালা-২০১৬-এর আইন লঙ্ঘনের অভিযোগে তাঁদের জরিমানা করা হয়েছে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪