Ajker Patrika

সভাপতি রশিদুল সম্পাদক হামিদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১১: ৫৩
সভাপতি রশিদুল সম্পাদক হামিদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অফিসার সমিতির নির্বাচনে সভাপতি পদে রশিদুল হায়দার জাবেদ ও সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ হামিদ হাসান নোমানী বিপুল ভোটে জয়ী হয়েছেন। গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর দুইটা পর্যন্ত অফিসার সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ হয়।

পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবুল মোহসীন চৌধুরী। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সভাপতি পদে রশিদুল হায়দার জাবেদ পেয়েছেন ১৭২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম মাহফুজুল হক পেয়েছেন ১৩৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ হামিদ হাসান নোমানী পেয়েছেন ১৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আসাদ পেয়েছেন ১২৪ ভোট।

নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি মো. মীনা পারভীন হোসেন, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আবু জাফর ইকবাল, কোষাধ্যক্ষ মো. জসিম উদ্দিন, সাংগঠনিক, দপ্তর ও প্রচার সম্পাদক কাজী মোহাম্মদ হারুন, সমাজ কল্যাণ-আপ্যায়ন ও সাংস্কৃতিক মোহাম্মদ আশরাফুল মওলা। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. আবুল মনছুর, আব্দুর রহিম, রাশেদ বিন আমীন চৌধুরী ও রাশেদ উদ্দিন রায়হান নির্বাচিত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুর জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আটক

ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

ডিউটিতে ইনচার্জ ছাড়া পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করল ডিএমপি

বাগ্‌বিতণ্ডার ভিডিও ভাইরাল, ২৪ ঘণ্টার মধ্যে রাবি রেজিস্ট্রারকে অপসারণের আলটিমেটাম

দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে নিহত ১৩, বহু আহত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ