Ajker Patrika

ছাত্রীকে অপহরণচেষ্টা, যুবক আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১০: ২৬
ছাত্রীকে অপহরণচেষ্টা, যুবক আটক

তাহিরপুরে এক ছাত্রীকে অপহরণ চেষ্টার সময় এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে মাহমুদুল হাসান নাঈম (২০) নামে ওই যুবকে আটক করা হয়। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে এসএসসি পরীক্ষার্থী এক স্কুলছাত্রী বাদাঘাট সরকারি কলেজ কেন্দ্র যায়। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ওই যুবক জোরপূর্বক অপহরণের চেষ্টা করে। এ সময় ছাত্রী চিৎকার করলে তার সহপাঠিসহ পথচারীরা এগিয়ে এসে উদ্ধার করে। এ সময় মাহমুদুলকে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার আজকের পত্রিকাকে বলেন, অপহরণ চেষ্টার ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবক এখন পুলিশ হেফাজতে রয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত