Ajker Patrika

‘ভুল চিকিৎসায়’ প্রসূতির মৃত্যুর অভিযোগ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৭: ১৭
‘ভুল চিকিৎসায়’ প্রসূতির মৃত্যুর অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে ভুল চিকিৎসায় নিলুফা ইয়াসমিন (২৫) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে সিরাজগঞ্জ শহরের মঈন উদ্দিন মেমোরিয়াল বেসরকারি হাসপাতালে ওই গৃহবধূর মৃত্যু হয়। এ ঘটনায় ওই হাসপাতালে ভাঙচুর চালিয়েছে রোগীর বিক্ষুব্ধ স্বজনেরা।

নিহত নিলুফা উপজেলার মাধাইনগর ইউনিয়নের উত্তর মথুরাপুর গ্রামের শামসুল হোসেনের মেয়ে।

নিহতের স্বামী পল্লিচিকিৎসক মো. রুবেল হোসাইন জানান, মঙ্গলবার দুপুরে প্রসব ব্যথা শুরু হলে স্ত্রীকে বগুড়া বাসস্ট্যান্ড এলাকার মঈন উদ্দিন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের মালিক ডা. আব্দুল আজিজ সরকার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে সিজারিয়ান অপারেশনের কথা জানান। সন্ধ্যা ৭টার দিকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। এ সময় ডা. মো. আব্দুল আজিজের নির্দেশে তাঁর ছোট ভাই আব্দুর রাজ্জাক নার্সদের সহযোগিতায় নিলুফা ইয়াসমিনকে এনেস্থিসিয়া প্রয়োগ করেন। এতেই নিলুফার মৃত্যু হয় বলে অভিযোগ করেন তাঁর স্বামী।

মঈন উদ্দিন মেমোরিয়াল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. আব্দুল আজিজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানোর জন্যই এমন অভিযোগ আনা হয়েছে।

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. রাম পদ রায় বলেন, বিষয়টি শুনেছি। তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে ওই হাসপাতালের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত