Ajker Patrika

নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবি, গ্রেপ্তার ৮

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২২ আগস্ট ২০২২, ১২: ৩৫
নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবি, গ্রেপ্তার ৮

সাভারের আশুলিয়ায় প্রেমের ফাঁদে ফেলে বাসায় ডেকে নিয়ে যুবককে বিবস্ত্র করে ভিডিও ধারণ এবং চাঁদা আদায়ের অভিযোগে আটজনকে আটক করেছে র‌্যাব। পরে থানায় হস্তান্তর করলে পুলিশ তাঁদের আদালতে পাঠায়।

গতকাল রোববার ভোরে আশুলিয়ার উত্তর গাজীরচটের বুড়িবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার এবং ওই যুবককে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অঞ্জনা ভূঁইয়া (৪৫), নজরুল ইসলাম (২৮), মতিউর রহমান (২৮), নাজমুল হুদা (১৫), হাছনারা (২৪), সাব্বির মিয়া (১৯), মো. জান্নাত (২২) ও মোছা. জামিলা ওরফে নুসরাত (১৮)।

এজাহারে বলা হয়, শাহপরান নামে এক যুবকের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে হাছনারা নামের এক নারীর প্রেমের সম্পর্ক হয়। এর জেরে ২০ আগস্ট বিকেলে ওই যুবক হাছনারার বাসায় দেখা করতে যান। সে সময় আগে থেকেই উপস্থিত অভিযুক্তরা তাঁকে মারধর করে কাছে থাকা নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩ লাখ টাকা দাবি করেন। দাবি করা টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই যুবককে ব্যাপক মারধর করেন অভিযুক্তরা।

কৌশলে র‍্যাব কন্ট্রোলরুমে জানালে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে শাহপরানকে উদ্ধার করা হয়। পরে র‌্যাব আটক ব্যক্তিদের আশুলিয়া থানায় হস্তান্তর করলে শাহপরানের করা মামলায় পুলিশ তাঁদের আদালতে পাঠায়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা যোগসাজশে বিভিন্ন মানুষের সঙ্গে বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক তৈরি করে কৌশলে বাসায় ডেকে নেন। পরে একইভাবে তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করেন। তাঁরা একটি সংঘবদ্ধ চক্র তৈরি করে দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধ করে আসছিলেন।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল দুপুরে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত