Ajker Patrika

ভালুকায় ধানের ভালো ফলন, খুশি কৃষক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 
ভালুকায় ধানের ভালো ফলন, খুশি কৃষক

ময়মনসিংহের ভালুকায় আমন ধান কাটার ধুম পড়েছে। রোগবালাই ও প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবার ধানের ফলন ভালো হয়েছে। বাজারে ধানের দাম পেয়ে খুশি কৃষক। কৃষি বিভাগের মতে, উপজেলায় আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১৯ হাজার ৮৫৫ হেক্টর। অর্জিত হয়েছে ১৯ হাজার ৮৬০ হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ৮২ হাজার ৯৭২ টন। ধান কাটা ও মাড়াই শেষ হলে অর্জিত নির্ধারণ হবে।

সরেজমিন দেখা গেছে, উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের সাতেঙ্গা গ্রামে জাহাঙ্গীর হোসেনের খেতে ধান কাটছেন ১০ থেকে ১২ জন শ্রমিক। তাঁরা এসেছেন জেলার মোহনগঞ্জ ও ধর্মপাশা এলাকা থেকে। শ্রমিকেরা জানান, প্রতিদিন তিন বেলা খাবার খেয়ে তাঁদের ৬০০ টাকা আয় হচ্ছে।

কৃষক জাহাঙ্গীর হোসেন জানান, চার একর জমিতে তিনি ব্রি-ধান ৫১ ও রঞ্জিত জাতের আমন ধান রোপণ করেন। তিনি নিজস্ব ট্রাক্টর দিয়ে হাল চাষ করায় তাঁর খরচ কম হয়েছে। খেতে ধান পেকে যাওয়ায় কাটচ্ছেন তাঁরা। অন্য বছরের তুলনায় এ বছর রোগবালাই কম হওয়ায় ফলন ভালো হয়েছে। প্রতি একরে ৫০ থেকে ৫৫ মণ ধান উৎপাদন হবে বলে তিনি আশাবাদী।

উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন জাহান জানান, উপজেলায় চলতি মৌসুমে আমন ধানের লক্ষ্যমাত্রা ছিল ১৯ হাজার ৮৫৫ হেক্টর।অর্জিত হয়েছে ১৯ হাজার ৮৬০ হেক্টর। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮২ হাজার ৯৭২ টন। প্রাকৃতিক দুর্যোগ, রোগবালাই কম ও মাঠে কৃষি বিভাগের সার্বক্ষণিক তৎপরতায় ফলন ভালো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত