Ajker Patrika

বৃষ্টিতে শাকসবজি ও আমনের ক্ষতি

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৩: ৩৬
বৃষ্টিতে শাকসবজি ও আমনের ক্ষতি

সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় দুই-তিন দিন ধরেই দমকা হাওয়া ও বৃষ্টিপাত হচ্ছে। সাতক্ষীরার পাটকেলঘাটায় গতকাল রোববার রাত থেকেই অবিরাম বৃষ্টি ঝরছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ঝড়োহাওয়ার প্রভাবে কৃষকের আমন ধান মাটিতে হেলে পড়েছে।

এদিকে নিচু এলাকার ধান বৃষ্টিতে ডুবু ডুবু করছে। বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে। তাহলে কৃষকের স্বপ্ন ম্লান হয়ে যাবে। সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরাসহ পাটকেলঘাটায় টানা বর্ষণ অব্যাহত রয়েছে। প্রবল বর্ষণে শাকসবজির খেত নষ্ট হয়ে গেছে। এমনকি বৃষ্টি ও দমকা হাওয়ায় বরইয়ের (কুল) ফুল–মুকুল ঝরে গেছে। টানা তৃতীয়বার বৃষ্টিতে কৃষকের সবজি খেত নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে তারা।

জুজখোলা গ্রামের সবজি চাষি রফিকুল ইসলাম জানান, টানা তিন দিনের বৃষ্টিতে তার জমির খিরাই গাছ পচে গেছে। অনেক টাকা খরচ করে সবজি চাষ করেছিলাম। কেবল ফল ধরা শুরু হয়েছিল। বৃষ্টিতে তা নষ্ট হয়ে গেল।

বড়বিলা গ্রামের সবজি চাষি আব্দুল জলিল জানান, বৃষ্টির কারণে তার খেতের মুলা ও কপির চারা নষ্ট হয়ে গেছে। বৃষ্টিতে এলাকার চাষির সবজি খেত নষ্ট হয়ে যাওয়ায় অচিরেই বাজারে এর প্রভাব পড়বে।

এ বিষয়ে জানতে চাইলে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম বলেন, অতিরিক্ত বৃষ্টি আমন ধান ও সবজি খেতের জন্য খুব ক্ষতিকারক। তবে প্রকৃতি যেমনটা চাইবে তেমনটাই হবে, এখানে আসলে মানুষের কিছু করার নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত