Ajker Patrika

বাবা-মেয়েকে পিষে দিল বেপরোয়া ট্রাক

 বন্দর প্রতিনিধি, নারায়ণগঞ্জ
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১২: ৩৫
বাবা-মেয়েকে পিষে দিল বেপরোয়া ট্রাক

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বেপরোয়া ট্রাকের চাপায় নিহত হয়েছেন রিকশা আরোহী এক বাবা ও তাঁর মেয়ে। গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে চাষাঢ়া কলেজ রোড ডাকবাংলোর সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন আলতাফ হোসেন (৪৫) ও তাঁর মেয়ে বেলী আক্তার (১৮)। তাঁরা সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের বাসিন্দা। বেলী যুক্তরাষ্ট্রে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, ৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন বেলী। এর পর থেকেই তিনি ফতুল্লার পঞ্চবটিতে তাঁর খালার বাসায় ছিলেন। গতকাল দুপুরে মেয়েকে নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যান আলতাফ হোসেন। সেখান থেকে রিকশায় বাড়ি ফিরছিলেন বাবা-মেয়ে। পথে বেপরোয়া ট্রাক তাঁদের যাত্রা চিরতরে থামিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শী তপু জানান, বেপরোয়া গতির একটি ইটবোঝাই ট্রাক রিকশাটিকে ধাক্কা দেয়। এতে দুজনেই ছিটকে রাস্তায় পড়ে যান। তখন ট্রাকটি তাঁদের পিষে দেয়। ঘটনাস্থলেই মারা যান বাবা-মেয়ে। ট্রাকচালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও আশপাশের লোকজন তাঁকে আটক করে পুলিশে খবর দেয়।

ঘটনাস্থলে আসা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ট্রাকচালককে আটক করা হয়েছে। ট্রাকটিও জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহত দুজনের লাশ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত