Ajker Patrika

ঘরে ঢুকে শিক্ষকের স্ত্রীকে গলা কেটে হত্যা

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৪: ১৬
ঘরে ঢুকে শিক্ষকের স্ত্রীকে গলা কেটে হত্যা

নরসিংদী শহরে বাড়িতে ঢুকে এক শিক্ষকের স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে পৌর শহরের সাটিরপাড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পেছনের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম মানসুরা আক্তার ইতি (২৪)। তিনি শহরের সাটিরপাড়া কে কে ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের পৌরনীতি বিষয়ের প্রভাষক মশিউর রহমান হিমেলের স্ত্রী। তবে কে তাঁকে গলা কেটে হত্যা করেছে তা জানা যায়নি।

মানসুরার স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই দম্পতি শিশুসন্তানসহ চারতলা বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে এক বছর ধরে ভাড়ায় বাস করছেন। গত বৃহস্পতিবার বিকেলে স্ত্রী মানসুরাকে বাসায় রেখে স্বামী মশিউর রহমান গ্রামের বাড়ি বেলাব উপজেলার সল্লাবাদ এলাকায় যান। গতকাল শুক্রবার ৩টার দিকে ওই বাসায় মানসুরার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে নরসিংদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মানসুরার বড়ভাই নূর মোহাম্মদ বলেন, ‘বিকেল ৪টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে বোনের গলাকাটা লাশ ঘরের মেঝেতে পড়ে থাকার খবর পাই। কে বা কারা তাঁকে এমন হত্যা করল, বুঝতে পারছি না। আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’

তাৎক্ষণিকভাবে কাউকে সন্দেহ করেন কী না জানতে চাইলে তিনি আরও বলেন, ‘কাকে যে সন্দেহ করব, সেটাই বুঝতে পারছি না। তবে যে বা যারা আমার বোনকে দিনেদুপুরে হত্যা করেছে, আমি তাঁর বিচার চাই।’

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, ‘কে বা কারা ওই গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে তা বের করতে তদন্ত চলছে। আশা করছি, দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনতে পারব আমরা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত