খুলনা প্রতিনিধি
খুলনায় সব বেসরকারি পাটকল শ্রমিকদের মজুরি ২০১৫ সালের স্কেল অনুযায়ী বকেয়াসহ পরিশোধ ও রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবিতে লাঠি মিছিল হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় কারখানা কমিটির উদ্যোগে খালিশপুর শিল্পাঞ্চলের দৌলতপুর জুটমিলের সামনে এ মিছিল হয়।
মিছিলটি পিপলস গোল চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে পিপলস গোল চত্বরে সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন খালিশপুর-দৌলতপুর জুটমিল কারখানা কমিটির সভাপতি ও সিবিএ-এর সাংগঠনিক সম্পাদক মনির হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলমগীর কবীর।
মিছিলে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা সমন্বয়ক ও সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, দৌলতপুর জুটমিল কারখানা কমিটির সভাপতি শ্রমিকনেতা নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক শ্রমিকনেতা মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘পাট ও অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, বিজেএমসি র দুর্নীতিবাজ কর্মকর্তা ও কনসালট্যান্টদের সীমাহীন দুর্নীতি ও লুটপাটের ফলাফলই বন্ধকৃত ২৫টি পাটকলের লোকসানের প্রধান কারণ। লোকসানের জন্য এসকল দুর্নীতিবাজদের বিচারও হয়নি, তারা শাস্তিও পায়নি। অথচ লোকসানের দায়ভার বর্তেছে সাধারণ পাট শ্রমিকদের ওপর। একদিকে শাসকেরা লোকসানের জন্য শ্রমিকদের দায়ী করে রেখেছে অন্যদিকে পাটকল বন্ধের ১৭ মাস পূর্ণ হলেও শ্রমিকদের সম্পূর্ণ অর্থ প্রদান করেনি।’
বক্তারা আরও বলেন, ‘এমনকি নামের ভুলের কথা বলে সরকার হাজার হাজার শ্রমিকের বেতন আটকে রেখেছে। অথচ চাকরি থাকা অবস্থায় এসব শ্রমিকেরা বছরের পর বছর তাদের পারিশ্রমিক পেয়ে এসেছেন। সরকার শ্রমিকের এ প্রাপ্য টাকা আত্মসাত করার জন্য ষড়যন্ত্র করছে। জীবন দিয়ে হলেও আমরা এ ষড়যন্ত্র সফল হতে দেবো না। বক্তারা বলেন, বর্তমানে শ্রমিকরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। অসংখ্য শ্রমিকদের সন্তান লেখাপড়া ছেড়ে দিয়েছে। সংসার চালাতে হিমশিম খেয়ে অনেকে অনৈতিক পেশায় যুক্ত হয়েছে। অনেকে অদক্ষ পেশায় যুক্ত হয়ে কেউ কেউ দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।’
বক্তারা আরও বলেন, ‘পাটশিল্প অত্যন্ত সম্ভাবনাময় খাত। এই পাটশিল্প দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশি বাজারে প্রসার ঘটাতে পারতো। অথচ সরকার দেশি-বিদেশি গোষ্ঠীর কায়েমী স্বার্থে পাটকল ও পাটশিল্পকে ধ্বংস করে প্রায় ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকার সম্পদ লুট করার ব্যবস্থা করছে।’
বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, ‘অবিলম্বে রাষ্ট্রায়ত্ত পাটকল চালু, আধুনিকায়ন এবং পাটকল শ্রমিকদের ২০১৫ সালের মজুরি স্কেল অনুযায়ী সমুদয় বকেয়া বেতন এককালীন প্রদান করতে হবে, অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’
খুলনায় সব বেসরকারি পাটকল শ্রমিকদের মজুরি ২০১৫ সালের স্কেল অনুযায়ী বকেয়াসহ পরিশোধ ও রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবিতে লাঠি মিছিল হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় কারখানা কমিটির উদ্যোগে খালিশপুর শিল্পাঞ্চলের দৌলতপুর জুটমিলের সামনে এ মিছিল হয়।
মিছিলটি পিপলস গোল চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে পিপলস গোল চত্বরে সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন খালিশপুর-দৌলতপুর জুটমিল কারখানা কমিটির সভাপতি ও সিবিএ-এর সাংগঠনিক সম্পাদক মনির হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলমগীর কবীর।
মিছিলে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা সমন্বয়ক ও সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, দৌলতপুর জুটমিল কারখানা কমিটির সভাপতি শ্রমিকনেতা নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক শ্রমিকনেতা মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘পাট ও অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, বিজেএমসি র দুর্নীতিবাজ কর্মকর্তা ও কনসালট্যান্টদের সীমাহীন দুর্নীতি ও লুটপাটের ফলাফলই বন্ধকৃত ২৫টি পাটকলের লোকসানের প্রধান কারণ। লোকসানের জন্য এসকল দুর্নীতিবাজদের বিচারও হয়নি, তারা শাস্তিও পায়নি। অথচ লোকসানের দায়ভার বর্তেছে সাধারণ পাট শ্রমিকদের ওপর। একদিকে শাসকেরা লোকসানের জন্য শ্রমিকদের দায়ী করে রেখেছে অন্যদিকে পাটকল বন্ধের ১৭ মাস পূর্ণ হলেও শ্রমিকদের সম্পূর্ণ অর্থ প্রদান করেনি।’
বক্তারা আরও বলেন, ‘এমনকি নামের ভুলের কথা বলে সরকার হাজার হাজার শ্রমিকের বেতন আটকে রেখেছে। অথচ চাকরি থাকা অবস্থায় এসব শ্রমিকেরা বছরের পর বছর তাদের পারিশ্রমিক পেয়ে এসেছেন। সরকার শ্রমিকের এ প্রাপ্য টাকা আত্মসাত করার জন্য ষড়যন্ত্র করছে। জীবন দিয়ে হলেও আমরা এ ষড়যন্ত্র সফল হতে দেবো না। বক্তারা বলেন, বর্তমানে শ্রমিকরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। অসংখ্য শ্রমিকদের সন্তান লেখাপড়া ছেড়ে দিয়েছে। সংসার চালাতে হিমশিম খেয়ে অনেকে অনৈতিক পেশায় যুক্ত হয়েছে। অনেকে অদক্ষ পেশায় যুক্ত হয়ে কেউ কেউ দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।’
বক্তারা আরও বলেন, ‘পাটশিল্প অত্যন্ত সম্ভাবনাময় খাত। এই পাটশিল্প দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশি বাজারে প্রসার ঘটাতে পারতো। অথচ সরকার দেশি-বিদেশি গোষ্ঠীর কায়েমী স্বার্থে পাটকল ও পাটশিল্পকে ধ্বংস করে প্রায় ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকার সম্পদ লুট করার ব্যবস্থা করছে।’
বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, ‘অবিলম্বে রাষ্ট্রায়ত্ত পাটকল চালু, আধুনিকায়ন এবং পাটকল শ্রমিকদের ২০১৫ সালের মজুরি স্কেল অনুযায়ী সমুদয় বকেয়া বেতন এককালীন প্রদান করতে হবে, অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪