Ajker Patrika

পুড়ে মৃত্যু শিশু-বৃদ্ধার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৫: ২০
পুড়ে মৃত্যু শিশু-বৃদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দে আগুনে পুড়ে এক বৃদ্ধা ও এক শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের আনসার ব্যাপারীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন ওই গ্রামের মৃত রহমান আলী মোল্লার স্ত্রী বরু বেগম (৯০) ও তাঁর নাতি রমজান মোল্লার মেয়ে তাছমিয়া আক্তার (৯)। তাছমিয়া গোয়ালন্দ শহরের লোটাস কলেজিয়েট স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে মো. ঠান্ডু মোল্লার টিনের চৌচালা ঘরের সিলিং ফ্যানে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে ঘরের চারদিকে আগুন ছড়িয়ে পড়লে ঘরে থাকা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এ সময় ঘরে শুয়ে থাকা বরু বেগম ও তাঁর নাতি রমজান মোল্লার মেয়ে তাসমিয়া আক্তার পুড়ে যায়। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. সাবেকুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশুসহ দুজন পুড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘরের মধ্যে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,  শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা সহায়তা দেন। এ ছাড়া ইউএনও সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের সাপ্লাই চেইন বিভাগে চাকরির সুযোগ

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করবে: আমীর খসরু

ত্রিভুজ প্রেম থেকে মুক্তি পেতেই জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে ছাত্রী: পুলিশ

সিটি করপোরেশন হচ্ছে সাভার

এলাকার খবর
Loading...