Ajker Patrika

পরিবারের সবাইকে অচেতন করে লুট

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ২৩: ২৯
পরিবারের সবাইকে অচেতন করে লুট

নরসিংদীর মনোহরদী উপজেলায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজনকে চেতনানাশক খাইয়ে অচেতন করে টাকা ও গয়নাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করার ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে পৌরসভার সল্লাবাইদ গ্রামের এই ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় উদ্ধার করে তাঁদের মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ভর্তি করা হয়েছে। এ ছাড়া একই রাতে মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় প্রবাসী আনোয়ার হোসেনের নির্মাণাধীন বাড়ির মালমাল চুরি ঘটনা ঘটে।

গৃহকর্তা মোজাম্মেল হক বলেন, সন্ধ্যার মধ্যে রাতের খাবার রান্নার কাজ শেষ হয়। খাওয়ার আগে আমরা ঘরেই টুকিটাকি কাজ করছিলাম। মেয়েরা পড়াশোনা করছিল। সুযোগ বুঝে দূর্বৃত্তরা রান্নাঘরে ঢুকে খাবারে চেতনানাশক মিশিয়ে দেয়। পরে রাতের খাবার খেয়ে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ি। এ সুযোগে রাতে জানালার গ্রীল কেটে দূর্বৃত্তরা ঘরে ঢুকে ২৫ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকার, তিনটি মুঠোফোন, মূল্যবান জিনিসপত্রসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে। সকালে স্ত্রী নাজমা খাতুন (৪০), মেয়ে এসএসসি পরীক্ষার্থী সাদিয়া সুলতানা মীম (১৭) এবং ছোট মেয়ে মালিহা (৬) অচেতন অবস্থায় পড়ে আছে। পরে তাঁদের মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্ত্রী এবং মেয়েরা এখনো স্বাভাবিক হয়নি। বড় মেয়েকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে গেলেও সে কিছুই লেখতে পারেনি।’

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, ‘খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেওয়ায় তাঁরা অসুস্থ হয়ে পড়েন। তবে তাঁরা সবাই শঙ্কামুক্ত।’

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত