Ajker Patrika

সোয়া লাখ ইয়াবা জব্দ চালক আটক

রামু (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১২: ১৫
সোয়া লাখ ইয়াবা জব্দ চালক আটক

সোয়া লাখ ইয়াবাসহ রামুতে তোফায়েল (১৯) নামের এক তরুণকে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে মরিচ্যা যৌথ চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে তাঁকে আটক করা হয়। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য তিন কোটি পঁচাত্তর লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।

এ বিষয়ে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিজিবি রামু ব্যাটালিয়ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় বিপুল পরিমাণ ইয়াবা পাচার হবে। এই তথ্যের ভিত্তিতে তাঁরা তল্লাশি চালাচ্ছিলেন। মরিচা চেকপোস্টে দুপুর ১২টার দিকে আসা একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ লাখ ২৫ হাজার ইয়াবা পাওয়া যায়।

এ সময় এর চালক চাকমারকুল ডিংগাপাড়া গ্রামের বাসিন্দা তোফায়েলকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি টাকার বিনিময়ে এই ইয়াবা পাচারের কথা স্বীকার করেন।

পরে তোফায়েলের বিরুদ্ধে নিয়মিত মামলা করে রামু থানায় হস্তান্তর করা হয় বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১৬ ডিসেম্বরের পর পুরোনো ও নতুন মোবাইল ফোনের রেজিস্ট্রেশন হবে যেভাবে

১৪ বছরের মেয়ে যেন নির্বিঘ্নে ভিডিও বানাতে পারে, তাই দেশ ছাড়ল ইনফ্লুয়েন্সার পরিবার

সাপের ছোবল খেয়ে সাপসহ হাসপাতালে নারী

ভারতীয় নারী ক্রিকেটারের খেলা দেখে ভাষা হারিয়ে ফেলেছেন মারুফা

১০ বছরের প্রতিরক্ষা চুক্তি করল ভারত-যুক্তরাষ্ট্র

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ