Ajker Patrika

বিশ্বকাপে গোল পেতে উন্মুখ লেভানডফস্কি

আপডেট : ২২ নভেম্বর ২০২২, ১৫: ০৯
বিশ্বকাপে গোল পেতে উন্মুখ লেভানডফস্কি

ক্লাব ফুটবলে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লেভানডফস্কি। বলা যায়, তাঁর একক চেষ্টার ফলেই বাছাইপর্ব উতরেছে পোল্যান্ড। কিন্তু বিশ্বকাপে পোলিশদের রেকর্ড খুব একটা আহামরি কিছু নয়। নিজের সেরা সময়েই কিংবা ক্যারিয়ারে নিজের শেষ বিশ্বকাপ বলেই এবার সেটা স্মরণীয় করতে উন্মুখ সময়ের সেরা এই স্ট্রাইকার।ক্লাবের হয়ে গোলবন্যার ধারবাহিকতা চান বিশ্বকাপের ম্যাচেও।

বিশ্বকাপের মূল মঞ্চে এর আগে খেললেও গোল পাননি লেভানডফস্কি। গতকাল তাঁর সংবাদ সম্মেলনেও এই কথা ঘুরেফিরে এল। সেখানে পোলিশ তারকা বলেছেন, ‘মনে হয়, এটাই আমার শেষ বিশ্বকাপ। বিশ্বকাপের মূল পর্বে গোল করা আমার জন্য স্বপ্নের মতো বিষয়—সেটা পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা করব।’

উত্তর আমেরিকার দল হলেও লাতিনদের মতো লড়াকু দল মেক্সিকো। বিশ্বকাপে তাদের রেকর্ডও বেশ ভালো। ২৮ বছর ধরে কোনো বিশ্বকাপেই প্রথম রাউন্ড থেকে বাদ পড়েনি তারা। অভিজ্ঞতা আর তারুণ্যের দারুণ সমন্বয়ে করা দলটি মাঠে নামলে কোনো সুযোগই যে হাতছাড়া করবে না, বলার অপেক্ষা রাখে না। হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রস্তুতি আছে দুই দলেরই।

ডি গ্রুপের প্রথম ম্যাচে আজ নামছে ২০২০ ইউরোতে চমক দেখানো দল ডেনমার্ক। এবারের বিশ্বকাপেও তাদের বিবেচনা করা হচ্ছে ‘সারপ্রাইজ প্যাকেজ’ হিসেবে। ইউরোতে মাঠেই হৃদ্‌যন্ত্রের সমস্যায় পড়া মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসন এরই মধ্যে দলে ফিরেছেন।

আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন

দলের মাঝমাঠ ও আক্রমণভাগের যোগসূত্রও তিনিই। কোচ কাসপার হিউলমান্দ এরিকসেনকে ঘিরেই একাদশ সাজাবেন। ইউরোতে চমক দেখানো দলটির প্রতিপক্ষ আফ্রিকান দল তিউনিসিয়া কিছুটা অপরিচিতই। তবে বিশ্বকাপে মোটেও অপরিচিত নয় তারা। ফিফা র‍্যাঙ্কিংয়েও একেবারেই পিছিয়ে নেই। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করতে চায় তারা। সে লক্ষ্যে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিউনিসিয়ার কোচ জলিল কাদরি।

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত