Ajker Patrika

নদীগর্ভে বিলীন মসজিদ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৫: ৩২
নদীগর্ভে বিলীন মসজিদ

সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর স্রোতে মসজিদ ভেঙে বিলীন হয়েছে। গত শুক্রবার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে প্রতাপনগর ইউনিয়ন প্লাবিত হয়। মসজিদটি দীর্ঘদিন ৪৫ ডিগ্রি কোণে হেলে পড়ে ছিল। স্রোতের তীব্রতায় খালের পরিধি বাড়তে থাকায় গতকাল শুক্রবার সকালে মসজিদটি সম্পূর্ণরূপে ভেঙে পড়ে।

বেশ কিছু দিন আগে মসজিদটির বারান্দার নিচ থেকে মাটি সরে যাওয়ায় বারান্দা ভেঙে পড়ে। মসজিদের পাশ দিয়ে খোলপেটুয়া নদীর জোয়ার ভাটার পানি ওঠানামা করায় গভীর খালের সৃষ্টি হয়। এরপর মসজিদের মূল প্রার্থনা কক্ষের নিচ থেকে মাটি সরতে থাকে। স্রোতের তীব্রতায় খালের পরিধি বাড়তে থাকায় গতকাল শুক্রবার সকালে মসজিদটি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়।

মসজিদের মুসল্লি ব্যবসায়ী আলামিন জানান, ফজর নামাজের পরে ভাটার পানি টানতে শুরু করে। এ সময় মসজিদের বিভিন্ন অংশের টাইলস ও কংক্রিটের ঢালাই খুলে পড়তে থাকে। যতই ভাটা টানতে থাকে মসজিদটি ততই হেলে পড়তে থাকে। ভাটার স্রোতে মসজিদের নিচের মাটি সম্পূর্ণ সরে গেলে হঠাৎ বিকট শব্দে মসজিদের ছাদ ভেঙে পড়ে যায়।

মসজিদের ইমাম ও খতিব হাফেজ মঈনুর ইসলাম বলেন, ‘গতকাল শুক্রবার ফজরের নামাজের পর মসজিদটি ভেঙে পড়তে শুরু করে। হঠাৎ করে প্রচণ্ড শব্দ হয়। তাকিয়ে দেখি মসজিদের ছাদ ভেঙে পড়েছে।’

এ দিকে মসজিদটি নদীগর্ভে বিলীন হওয়ায় স্থানীয় মুসল্লিরা হতাশা প্রকাশ করেছেন। তাঁরা জানান, টেকসই ও মজবুত বেড়িবাঁধ না হওয়ায় আজ মসজিদটির এ পরিণতি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...