Ajker Patrika

আওয়ামী লীগের ভেতরে কী হচ্ছে

সম্পাদকীয়
আওয়ামী লীগের ভেতরে কী হচ্ছে

বাংলাদেশের পুরোনো ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ। দেশে আরও অসংখ্য রাজনৈতিক দল থাকলেও আওয়ামী লীগের সঙ্গে কোনোটার তুলনা হয় না। এই দলের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতা এই দলের নেতৃত্ব যেমন দিয়েছেন, তেমনি এটাও বলা যায় যে আওয়ামী লীগই বঙ্গবন্ধুর মতো বিরল গুণের অধিকারী জননায়কেরও স্রষ্টা। প্রশংসা পাওয়ার মতো অনেক উপাদান-উপকরণ এই দলের ঝুলিতে আছে।

আজ আমরা প্রশংসার দিকে না গিয়ে আওয়ামী লীগের সমালোচনা এখন কী কী আছে বা হচ্ছে, সেদিকে একটু নজর দেব। বাংলাদেশ রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের দেশ। বাংলাদেশে যেমন রাজনৈতিক ইস্যুতে রাজনৈতিক দলের ঐক্য গড়ে ওঠে, তেমনি ছোটখাটো ইস্যুতে বিরোধ বা অনৈক্য কম দেখা যায় না। বর্তমান সময়ে অনৈক্যের ধারাই প্রবল।

আমাদের এটাও জানা যে ক্ষমতায় যাওয়া ও ক্ষমতায় থাকার লড়াই হচ্ছে দেশের রাজনীতির মূল উপজীব্য। কিন্তু গত কয়েক বছরে রাজনীতির চিত্র কিছুটা বদলেছে। এখন টানা চার মেয়াদে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ বিএনপি রাজনীতির দৌড়ে পিছিয়ে পড়েছে। বিএনপি আওয়ামী লীগকে দুর্বল করার রাজনীতি করে নিজেরাই শুধু দুর্বলই হচ্ছে।

আওয়ামী লীগ কী তাহলে খুব সবল অবস্থানে আছে? এই প্রশ্নের উত্তর এককথায় দেওয়া যাবে না। তবে আওয়ামী লীগই যে ইদানীং আওয়ামী লীগের শত্রু হয়ে উঠেছে, সেটা অস্বীকার করা যাবে না। প্রতিপক্ষ রাজনৈতিক শক্তির মধ্যে বিরোধ, সংঘাত, মারামারি হওয়া কোনো অস্বাভাবিক বিষয় নয়। কিন্তু আমাদের দেশে এক দলের মধ্যে এখন ব্যক্তিগত স্বার্থের হিসাব-নিকাশের সমীকরণে বহু দল গড়ে উঠছে। দলের মধ্যে বিরোধ-কোন্দলও বাড়ছে।

আজকের পত্রিকায় শনিবার প্রকাশিত কয়েকটি খবরের শিরোনাম পড়লেই বোঝা যাবে আওয়ামী লীগের ভেতরে কী চলছে, দলটিতে আদৌ কোনো ঐক্যবদ্ধ অবস্থান আছে কি না।

১. বেপরোয়া যশোর আওয়ামী লীগের সভাপতি মিলন, ২. হাতবোমা ফাটানোর পর কুপিয়ে হত্যা, ৩. শৈলকুপা আওয়ামী লীগের দুই 
পক্ষের সংঘর্ষ, ভাঙচুর, ৪. বাঘার এমপি শাহরিয়ারকে নগরে অবাঞ্ছিত ঘোষণা, ৫. দুই নেতার বাসায় পাল্টাপাল্টি হামলা।

আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধের বিষয়টি কোনো ভালো লক্ষণ নয়। যাঁরা আওয়ামী লীগ করেন, তাঁরা সবাই নিজেদের বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী বলে দাবি করেন। প্রশ্ন হলো, এক আদর্শের অনুসারীরা নিজেদের মধ্যে কলহ-কোন্দল করে আত্মঘাতী হামলায় জড়িয়ে পড়ছেন কেন? হামলা-হানাহানিতে প্রাণহানিও ঘটছে। সংবাদপত্রে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, ২৬ ও ২৭ জুন দুই দিনে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নারায়ণগঞ্জে তিনজন আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন।

নিহত তিনজনই দলের পদ-পদবিধারী। গত পাঁচ মাসে সরকারদলীয় সংসদ সদস্যসহ ২৮ নেতা খুন হয়েছেন। বিষয়টি দুঃখজনক। এই সংঘাত-সংঘর্ষের রাজনীতি থেকে বেরিয়ে আসতে না পারলে আওয়ামী লীগের ঐতিহ্য ক্রমাগত ম্লানই হবে। আদর্শের জায়গায় আপস করার প্রবণতাও দলটিকে পরিহার করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত