Ajker Patrika

সচেতন করবেন রিয়াজ

আপডেট : ২৯ জুন ২০২২, ০৯: ১৬
সচেতন করবেন রিয়াজ

শহরের ব্যস্ততম জীবন আর দীর্ঘ ক্লান্তি শেষে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফেরে অসংখ্য মানুষ। প্রিয়জনের সঙ্গে সময় হয়ে ওঠে আনন্দময়। তবে কারও কারও ক্ষেত্রে হয় ব্যতিক্রম। বাড়ি ফেরার এই প্রতিযোগিতায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বা অঙ্গহানির মতো ঘটনা এখন যেন নিয়মিত চিত্র। আনন্দের বদলে ওই পরিবারে তখন নেমে আসে বিষাদের ছায়া।

এসব বিবেচনায় বাড়ি ফেরা নিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তৈরি হয়েছে তথ্যচিত্র ‘বাড়ি ফেরা’। অভিনয় করেছেন রিয়াজ। আরও আছেন ‘মিরাক্কেল’খ্যাত পাভেল ও লামিমা। তথ্যচিত্রটির পরিকল্পনা ও চিত্রনাট্য করেছেন রম্যলেখক ও অভিনেতা আহসান কবির। নির্মাণ করেছেন খান মোহাম্মদ বদরুদ্দীন। নির্মাতা জানিয়েছেন, আগামী ঈদে বিভিন্ন নৌযান, টার্মিনাল ও টিভি চ্যানেলে প্রচার করা হবে তথ্যচিত্রটি।

প্রতিবার ঈদ উৎসবে লঞ্চঘাট, বাস টার্মিনাল কিংবা রেলস্টেশনে থাকে উপচে পড়া মানুষের ভিড়। নিয়ম মেনে এবং যাত্রীবোঝাই কোনো যানে ভ্রমণ না করার অনুরোধ নিয়ে এই তথ্যচিত্র নির্মিত হয়েছে।

এ প্রসঙ্গে অভিনেতা রিয়াজ বলেন, ‘মানুষকে সচেতন করতেই আমাদের এই চেষ্টা। জনসচেতনতামূলক কাজ করলে তো সব সময়ই অন্য রকম আনন্দ হয়। আশা করছি, ঈদে বাড়ি ফেরা মানুষকে নিরাপদ চলাচলে সচেতন হতে এই তথ্যচিত্র সহায়ক হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত