Ajker Patrika

হাতি-মানুষের সংঘাত নিরসনে প্রচারপত্র বিলি

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৩: ০৪
হাতি-মানুষের সংঘাত নিরসনে প্রচারপত্র বিলি

রাঙামাটির কাপ্তাইয়ে হাতি ও মানুষের সংঘাত নিরসনে প্রচারপত্র বিলি করেছে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ। গতকাল বুধবার বিকেলে ‘হাতি-মানুষের সংঘাত নিরসনে আমাদের করণীয়’ শীর্ষক প্রচারপত্র বিলি করা হয়।

উপজেলার কাপ্তাই ইউনিয়নের নতুনবাজার, তালপট্টি, জেটিঘাট, শিল্প এলাকায়, ওয়াগ্গ ইউনিয়নের রামপাহাড় ও শিলছড়ি এলাকায় প্রচারপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান ও বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রফিকুজ্জামান শাহ।

এ সময় সহকারী বন সংরক্ষক গঙ্গা প্রসাদ চাকমা, কাপ্তাই ইউপি চেয়ারম্যান মো. আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, সদর রেঞ্জ কর্মকর্তা মাহাবুব আলম, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান, জেটিঘাট স্টেশন কর্মকর্তা প্রীতি চাকমাসহ নতুনবাজার বণিক কল্যাণ সমিতির নেতা ও স্থানীয় বাসিন্দারা এতে সহায়তা করেন।

হাতি এলাকায় প্রবেশ করলে স্থানীয় বাসিন্দাদের বন বিভাগে খবর দেওয়ার অনুরোধ করেন ডিএফও রফিকুজ্জামান শাহ। এ ছাড়া হাতিদের বিরক্ত না করে বিভিন্ন শব্দ করে বা ফটকা ফুটিয়ে তাড়ানোর পরামর্শ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত