Ajker Patrika

হাজতির মৃত্যুতে মানববন্ধন, বিক্ষোভ

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১১: ৫৩
হাজতির মৃত্যুতে মানববন্ধন, বিক্ষোভ

নোয়াখালী জেলা কারাগারে বদিউল আলম বদু মিয়া (৭৬) নামের এক হাজতির মৃত্যুর ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

গতকাল রোববার দুপুরে সেনবাগ উপজেলার কানকিরহাট বাজারে স্থানীয় অগ্রগামী সমাজ কল্যাণ সংঘ ও বীরকোট গ্রামবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিসহ বিক্ষোভ পালন করা হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন, কানকিরহাট বাজার কমিটির সভাপতি মীর হোসেন, আবদুল হক মেম্বার, বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক স্বপন, মারা যাওয়া হাজতির মেয়ে অজিফা খাতুন।

মানববন্ধনে বক্তারা বলেন, সেনবাগ উপজেলার বীরকোট গ্রামের বদু মিয়ার কাছে স্থানীয় সন্ত্রাসীরা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না পেয়ে একই এলাকার আবদুল মতিনের ছেলে অটোরিকশাচালক আবুল হোসেনকে বাদী বানিয়ে বদু মিয়ার বিরুদ্ধে সেনবাগ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মিথ্যা মামলা করা হয়। পুলিশ গত ২৫ সেপ্টেম্বর বদু মিয়াকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। ১৮ দিনের মাথায় গত সোমবার রাত দেড়টার দিকে কারাগারে বদু মিয়া মৃত্যুবরণ করেন।

জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের কাছে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার বাদী ও সাক্ষীদের গ্রেপ্তারের দাবি করেন মারা যাওয়া হাজতির পরিবারের সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় নতুন ৩ ব্যাটালিয়ন, দুই হাজার ২৫৮ পদ সৃষ্টি

কাপের অবশিষ্ট কফি ড্রেনে ঢেলে দেওয়ায় নারীকে ২৪ হাজার টাকা জরিমানা

এনসিপিকে ‘নাস্তিকদের সংগঠন’ বলে আমাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে: মুফতি আমিনীর নাতি

নারায়ণগঞ্জে ইট দিয়ে থেঁতলে যুবককে হত্যার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩

সোনার বড় দরপতন, একলাফে ৮ হাজার ৩৮৬ টাকা কমল ভরিতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ