নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ক্রিকেট লিগকে (বিসিএল) অনেকটাই নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলেছে বিসিবি দক্ষিণাঞ্চল! আট আসরের পাঁচটিতেই শিরোপা জিতেছে দলটি! সবশেষ চারটিতেই খেলেছে ফাইনাল। এর মধ্যে টানা তিনটিতে চ্যাম্পিয়ন। আরও একটা শিরোপার খুব কাছেই আছে দক্ষিণাঞ্চল। দাপট ধরে রাখার লড়াইয়ে এবার তাদের প্রতিপক্ষ ওয়ালটন মধ্যাঞ্চল।
আজ শুরু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু নবম বিসিএলের ফাইনালের মহড়া অবশ্য কদিন আগেই দিয়েছে দুই দল। চট্টগ্রামে দুই দলের লড়াইটা অবশ্য অমীমাংসিত থেকে গেছে। নিষ্প্রাণ ড্রয়ের পর কাঁধে কাঁধ রেখে ফাইনালে ওঠে তারা। তাতেই ছয় বছরের অপেক্ষা শেষ হয়েছে মধ্যাঞ্চলের। আর দক্ষিণাঞ্চল তো ফাইনালের নিয়মিত দল। আজ টানা পঞ্চম ফাইনাল খেলতে যাচ্ছে তারা। লক্ষ্য ধারাবাহিক চতুর্থ শিরোপা।
মধ্যাঞ্চলের মূল শক্তি তাদের টপ অর্ডার। সৌম্য সরকারের কথা আলাদাভাবেই বলতে হয়। জাতীয় দল থেকে ছিটকে যাওয়া বাঁহাতি ব্যাটার রানের ফোয়ারা ছড়িয়েছেন এই টুর্নামেন্টে। ৩ ম্যাচে ৯৩ গড়ে ২ সেঞ্চুরি আর ১ ফিফটিতে করেছেন ৩৭২ রান। গতকাল রাতে যখন তাঁর সঙ্গে ফোনে কথা হলো, বাঁহাতি ব্যাটারের আত্মবিশ্বাসী কণ্ঠ বলছিল, ধারাবাহিকতা ধরে রাখতে চান ফাইনালেও। সৌম্য অবশ্য ফাইনালের আগে বেশি কথা বলতে চাইলেন না। তিনি নিজের পারফরম্যান্স নিয়ে বলতে চান শিরোপা জিতেই।
দক্ষিণাঞ্চলের ভরসা অবশ্য মিডল অর্ডার। অমিত হাসান ও তৌহিদ হৃদয় টানা দুই ম্যাচে করেছেন সেঞ্চুরি। গত রাউন্ডে তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন জাকির হাসান। সব মিলিয়ে এবারের ফাইনালটা মূলত দুই দলের ব্যাটারদের লড়াই। শেষ ম্যাচে দুই দলের সাক্ষাতে অবশ্য কেউ জেতেনি। লিগে ব্যাটারদের এই লড়াইয়ে দুর্দান্ত করছেন দুই দলের বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও নাসুম আহমেদ। মুরাদ ৩ ম্যাচে নিয়েছেন ১৬ উইকেটে, নাসুমও ঠিক তা-ই।
নাসুম গতকাল আজকের পত্রিকাকে জানিয়ে রাখলেন, দক্ষিণাঞ্চলের হয়ে আরেকটা শিরোপা জিততে তিনি উন্মুখ, ‘আমরা আত্মবিশ্বাসী। ফাইনাল খেলায় আত্মবিশ্বাসী থাকতেই হয়। জিততে উন্মুখ হয়ে আছি। চ্যাম্পিয়ন হওয়া অনেক বড় বিষয়। এর আগের বারও চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবার হলে দলের টানা চারবার হবে।’
বাংলাদেশ ক্রিকেট লিগকে (বিসিএল) অনেকটাই নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলেছে বিসিবি দক্ষিণাঞ্চল! আট আসরের পাঁচটিতেই শিরোপা জিতেছে দলটি! সবশেষ চারটিতেই খেলেছে ফাইনাল। এর মধ্যে টানা তিনটিতে চ্যাম্পিয়ন। আরও একটা শিরোপার খুব কাছেই আছে দক্ষিণাঞ্চল। দাপট ধরে রাখার লড়াইয়ে এবার তাদের প্রতিপক্ষ ওয়ালটন মধ্যাঞ্চল।
আজ শুরু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু নবম বিসিএলের ফাইনালের মহড়া অবশ্য কদিন আগেই দিয়েছে দুই দল। চট্টগ্রামে দুই দলের লড়াইটা অবশ্য অমীমাংসিত থেকে গেছে। নিষ্প্রাণ ড্রয়ের পর কাঁধে কাঁধ রেখে ফাইনালে ওঠে তারা। তাতেই ছয় বছরের অপেক্ষা শেষ হয়েছে মধ্যাঞ্চলের। আর দক্ষিণাঞ্চল তো ফাইনালের নিয়মিত দল। আজ টানা পঞ্চম ফাইনাল খেলতে যাচ্ছে তারা। লক্ষ্য ধারাবাহিক চতুর্থ শিরোপা।
মধ্যাঞ্চলের মূল শক্তি তাদের টপ অর্ডার। সৌম্য সরকারের কথা আলাদাভাবেই বলতে হয়। জাতীয় দল থেকে ছিটকে যাওয়া বাঁহাতি ব্যাটার রানের ফোয়ারা ছড়িয়েছেন এই টুর্নামেন্টে। ৩ ম্যাচে ৯৩ গড়ে ২ সেঞ্চুরি আর ১ ফিফটিতে করেছেন ৩৭২ রান। গতকাল রাতে যখন তাঁর সঙ্গে ফোনে কথা হলো, বাঁহাতি ব্যাটারের আত্মবিশ্বাসী কণ্ঠ বলছিল, ধারাবাহিকতা ধরে রাখতে চান ফাইনালেও। সৌম্য অবশ্য ফাইনালের আগে বেশি কথা বলতে চাইলেন না। তিনি নিজের পারফরম্যান্স নিয়ে বলতে চান শিরোপা জিতেই।
দক্ষিণাঞ্চলের ভরসা অবশ্য মিডল অর্ডার। অমিত হাসান ও তৌহিদ হৃদয় টানা দুই ম্যাচে করেছেন সেঞ্চুরি। গত রাউন্ডে তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন জাকির হাসান। সব মিলিয়ে এবারের ফাইনালটা মূলত দুই দলের ব্যাটারদের লড়াই। শেষ ম্যাচে দুই দলের সাক্ষাতে অবশ্য কেউ জেতেনি। লিগে ব্যাটারদের এই লড়াইয়ে দুর্দান্ত করছেন দুই দলের বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও নাসুম আহমেদ। মুরাদ ৩ ম্যাচে নিয়েছেন ১৬ উইকেটে, নাসুমও ঠিক তা-ই।
নাসুম গতকাল আজকের পত্রিকাকে জানিয়ে রাখলেন, দক্ষিণাঞ্চলের হয়ে আরেকটা শিরোপা জিততে তিনি উন্মুখ, ‘আমরা আত্মবিশ্বাসী। ফাইনাল খেলায় আত্মবিশ্বাসী থাকতেই হয়। জিততে উন্মুখ হয়ে আছি। চ্যাম্পিয়ন হওয়া অনেক বড় বিষয়। এর আগের বারও চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবার হলে দলের টানা চারবার হবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
২ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪