Ajker Patrika

‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ দৃশ্যমান’

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১২: ৪১
‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ দৃশ্যমান’

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘স্বাধীনতাবিরোধীরা কখনো স্বাধীন বাংলাদেশকে মেনে নিতে পারেনি। শত ষড়যন্ত্রের মধ্যেও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে সত্যিকারের সোনার বাংলায় রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করছেন তাঁর সুযোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা। তাঁর প্রচেষ্টায় আজ দেশে মুক্তিযুদ্ধের ধারা ও চেতনা ফিরে এসেছে। তাঁর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ দৃশ্যমান।’

গতকাল রোববার দুপুরে সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বসন্তকালীন সেমিস্টারের (২০২২) পরিচয়পর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।

আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে পরিচয়পর্ব অনুষ্ঠানের উদ্বোধন করেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত