Ajker Patrika

কাঁচা মরিচের কেজি ৩০ টাকা!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১০: ৪৭
Thumbnail image

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক সপ্তাহের ব্যবধানে কমেছে কাঁচা মরিচের দাম। তিন দিন আগেও প্রতি কেজি মরিচ বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকা দরে। সেখানে এখন এক কেজি মরিচ পাইকারি দরে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকায়। গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌর সদর বাজার ঘুরে এই দরে মরিচ বিক্রি হতে দেখা গেছে। পাকুন্দিয়া বাজারের পাইকারী বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন আগেও কাঁচা মরিচ অন্য এলাকা থেকে আমদানি করতে হত তাঁদের। এখন স্থানীয় কৃষকদের উৎপাদিত মরিচ বাজারে উঠতে শুরু করেছে। তাই বাজারে মরিচের দাম কমেছে।

পৌর সদর বাজারের কাঁচা বাজার ব্যবসায়ী মো. কদ্দুছ মিয়া বলেন, ‘সপ্তাহ খানেক আগেও প্রতি কেজি কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকা কেজি পাইকারি কিনতে হত। এখন সেই মরিচ পাইকারি কিনছি ৩০ থেকে ৩২ টাকা কেজি দরে। খরচ মিটিয়ে খুচরা বিক্রি করছি ৩৫ থেকে ৪০ টাকা কেজিতে।’

শামীম হোসেন নামের এক পাইকার বলেন, এত দিন উত্তরাঞ্চল থেকে আমদানি করা কাঁচা মরিচ এখানে সরবরাহ করা হত। এজন্য দাম বেশি ছিল। এখন স্থানীয় কৃষকদের উৎপাদিত মরিচ বাজারে আসতে শুরু করেছে। তাই দামও কমতে শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত