ফেনী প্রতিনিধি
ফেনী জেলার সবচেয়ে বড় ফলের আড়ত মহিপালে জমে উঠেছে ফলের বেচাকেনা। ফলের মৌসুম এলেই সড়কের ওপর পসরা সাজিয়ে বসেন খুচরা বিক্রেতারা। যোগাযোগ সুবিধা ও তুলনামূলক কম দামে পাইকারিতে ফল কেনাবেচা হয় বলে এ ফলের আড়ত জমজমাট থাকে সব সময়। এখান থেকে নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, নাঙ্গলকোটসহ বিভিন্ন স্থানে নেওয়া হয় এসব ফল।
সরেজমিনে দেখা গেছে, মহিপালে ফেনী-নোয়াখালী সড়কের প্রবেশপথে ফলের মৌসুমে আড়তের চেহারা বদলে গেছে। হাজী নজির আহম্মদ কোল্ডস্টোরসহ সড়কের দুই পাশে আড়তগুলোতে আম, কাঁঠাল, আনারস ও লিচু বিক্রি হচ্ছে। ফলের মৌসুম এলেই সড়কের ওপর পসরা সাজিয়ে বসেন খুচরা বিক্রেতারা। জেলার জনগুরুত্বপূর্ণ স্থান হওয়ায় এখানে পাইকারি বিক্রির সমানতালে চলে খুচরা বিক্রিও। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকভর্তি করে প্রতিদিন ভোরে ফল আনা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুচরা বিক্রেতারা তাঁদের সংগ্রহ করা ফল নিজস্ব পরিবহনে বোঝাই করে নিয়ে যান। এ সময়ে এখানে দীর্ঘ যানজটও সৃষ্টি হয়।
মেসার্স ছায়েদ ফ্রুট এজেন্সির মালিক মো. মাসুম বলেন, নাটোর, দিনাজপুর থেকে লিচু-কাঁঠালসহ মৌসুমি ফল আসা শুরু হয়েছে। মহিপাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হওয়ায় মৌসুমি ফল বিভিন্ন জায়গায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়। পাইকারেরা গ্রামাঞ্চলের হাট-বাজারে নিয়ে বিক্রি করছেন।
ফাইভ স্টার ফ্রুট এজেন্সির মালিক খুরশিদ আলম বলেন, এখনো পুরোপুরি লিচু বাজারে ওঠেনি। তাই দাম একটু বেশি। গতকাল থেকে কিছুটা কমতে শুরু করেছে।
মহিপাল ফল আড়তদার মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক মনির আহম্মদ বলেন, এখানে যাতে মৌসুমি ফল নির্বিঘ্নে বেচাকেনা করা যায়, এজন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। জেলার বাইরের পাইকারেরা এখান থেকে বিভিন্ন ফল ক্রয় করে আশপাশের জেলায় নিয়ে যান।
ফেনী জেলার সবচেয়ে বড় ফলের আড়ত মহিপালে জমে উঠেছে ফলের বেচাকেনা। ফলের মৌসুম এলেই সড়কের ওপর পসরা সাজিয়ে বসেন খুচরা বিক্রেতারা। যোগাযোগ সুবিধা ও তুলনামূলক কম দামে পাইকারিতে ফল কেনাবেচা হয় বলে এ ফলের আড়ত জমজমাট থাকে সব সময়। এখান থেকে নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, নাঙ্গলকোটসহ বিভিন্ন স্থানে নেওয়া হয় এসব ফল।
সরেজমিনে দেখা গেছে, মহিপালে ফেনী-নোয়াখালী সড়কের প্রবেশপথে ফলের মৌসুমে আড়তের চেহারা বদলে গেছে। হাজী নজির আহম্মদ কোল্ডস্টোরসহ সড়কের দুই পাশে আড়তগুলোতে আম, কাঁঠাল, আনারস ও লিচু বিক্রি হচ্ছে। ফলের মৌসুম এলেই সড়কের ওপর পসরা সাজিয়ে বসেন খুচরা বিক্রেতারা। জেলার জনগুরুত্বপূর্ণ স্থান হওয়ায় এখানে পাইকারি বিক্রির সমানতালে চলে খুচরা বিক্রিও। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকভর্তি করে প্রতিদিন ভোরে ফল আনা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুচরা বিক্রেতারা তাঁদের সংগ্রহ করা ফল নিজস্ব পরিবহনে বোঝাই করে নিয়ে যান। এ সময়ে এখানে দীর্ঘ যানজটও সৃষ্টি হয়।
মেসার্স ছায়েদ ফ্রুট এজেন্সির মালিক মো. মাসুম বলেন, নাটোর, দিনাজপুর থেকে লিচু-কাঁঠালসহ মৌসুমি ফল আসা শুরু হয়েছে। মহিপাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হওয়ায় মৌসুমি ফল বিভিন্ন জায়গায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়। পাইকারেরা গ্রামাঞ্চলের হাট-বাজারে নিয়ে বিক্রি করছেন।
ফাইভ স্টার ফ্রুট এজেন্সির মালিক খুরশিদ আলম বলেন, এখনো পুরোপুরি লিচু বাজারে ওঠেনি। তাই দাম একটু বেশি। গতকাল থেকে কিছুটা কমতে শুরু করেছে।
মহিপাল ফল আড়তদার মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক মনির আহম্মদ বলেন, এখানে যাতে মৌসুমি ফল নির্বিঘ্নে বেচাকেনা করা যায়, এজন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। জেলার বাইরের পাইকারেরা এখান থেকে বিভিন্ন ফল ক্রয় করে আশপাশের জেলায় নিয়ে যান।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫