Ajker Patrika

ডুমুরিয়া মুক্ত দিবস উদ্‌যাপন

ডুমুরিয়া প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৬
ডুমুরিয়া মুক্ত দিবস উদ্‌যাপন

ডুমুরিয়া উপজেলার শত্রুমুক্ত দিবস উদযাপন করা হয়েছে গতকাল। ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর এই ডুমুরিয়া শত্রু মুক্ত হয়। দিবসটি পালন উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ ডুমুরিয়া কমান্ড শাখার উদ্যোগে গতকাল সোমবার শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দেশ স্বাধীন হয়েছে ৫০ বছর হলো। কিন্তু ২০১১ সালের আগে ডুমুরিয়ায় দিনটি পালিত হয়নি। ২০১১ সাল থেকে মুক্তিযুদ্ধ কমান্ডার নুরুল ইসলাম মানিক দিবসটি পালনের উদ্যোগ নেন। সেই থেকে প্রতিবছর আনুষ্ঠানিকভাবে দিবসটি পালিত হয়ে আসছে।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সকাল ১০টায় মুক্তিযোদ্ধা জনতার সমন্বয়ে বিজয় শোভাযাত্রা বের করা হয়। এরপর উপজেলা চত্বরে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শারমিনা পারভিন রুমা। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, বীর মুক্তিযোদ্ধা গাজী নাজিম উদ্দিন ও চন্দ্রকান্ত ফৌজদার প্রমুখ।

স্মৃতিচারণ মূলক বক্তব্যে মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় ডুমুরিয়ার চুকনগরে ঘটে ভয়াবহ ও নারকীয় হত্যাযজ্ঞ। যা দেশের সবচেয়ে বড় গণহত্যা বলে জানা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

ভারতে এক বছরের শিশুর কামড়ে প্রাণ হারাল বিষধর গোখরা

দুই বন্ধুর বিচ্ছেদই কি আগুন জ্বালাল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত